জামায়াতের উদ্যোগে জেলা ও উপজেলায় ব্যাপক ভিত্তিক গণ অবস্থান কর্মসূচি
- আপডেট সময় ০১:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / ২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জামায়াতের উদ্যোগে জেলা ও উপজেলায় ব্যাপক ভিত্তিক গণ অবস্থান কর্মসূচি পালন।
১৩ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের চৌমুহনা চত্বরে সকাল সাড়ে ৯ টা থেকে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়। এছাড়া শহরে গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটরসাইকেল সহকারে ফ্যাসিবাদের অপতৎপরতার প্রতিরোধে সকাল থেকে তৎপর ছিলেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা।
উপজেলা ভিত্তিক বড়লেখা,জুড়ি, কুলাউড়া, রাজনগর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা গুরুত্বপূর্ণ পয়েন্টে উপজেলা আমীরগণের নেতৃত্বে গণ অবস্থান কর্মসূচি ও মিছিল করা হয়।
পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী , ছাত্রশিবির শহর শাখার সভাপতি তারেক আজিজ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী, সাবেক সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী, ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ প্রমূখ।



















