ব্রেকিং নিউজ
জুড়ীতে চোরাই গরুসহ দুই গরু চোর আটক
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৫:৪৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ৪০৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী থানা এলাকায় গরু চুরি করার সময় চোরাই ২ গরুসহ দুই গরু চোরকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার বটুলী গ্রাম থেকে রাতে দুইটি চোরাই গরুসহ সালাম মিয়া (৩৫), আলাউদ্দিন(৩২) নামে দুজনকে আটক করা হয়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ জানান, রাতে জুড়ী থানাধীন ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের জনৈক গিয়াস উদ্দিন এর বাড়ীর গোয়াল ঘর থেকে ২ টি গরু চুরি হয়। গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন চোরাই গরুসহ দুজনকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের থানায় নিয়ে আসে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে এবং তারা পেশাদার চোর বলে জানা যায়।
আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আলাদতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :










