জুড়ীতে টানা বর্ষণে গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগ ব্যাহত
- আপডেট সময় ০৪:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / ৩৩৮ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধি; গত কয়েক দিনের টানা বর্ষণ আর ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের ছড়ারপার সড়কটি ভেঙে গেছে। ঢলে গ্রামীণ এই সড়কটির প্রায় ৩০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। এতে সরাসরি ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন চারটি গ্রামের হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের ছড়ারপার মাটির সড়ক (গ্রামীণ) দিয়ে চার গ্রামের লোকজন যাওয়া-আসা করেন। গত দুই দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এই সড়কটির প্রায় ৩০ ফুট জায়গা ভেঙে যায়। এতে সরাসরি যোগাযোগ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন আশপাশের এলাকার বাসিন্দারা।
শনিবার সরেজমিনে গেলে এলাকার বাসিন্দা কৃষক সেলিম খান ও আব্দুস সালাম বলেন, ‘প্রতি বছর বর্ষার সময় একাধারে বৃষ্টি হলেই সড়কটির মাটি ধসে যায়। বছরে কমপক্ষে ২-৩ বার সড়কটি এভাবে ভাঙে। ইউনিয়ন পরিষদ থেকে মেরামত করে দিলেও আবার ভেঙে যায়। সড়কটির পাশে বাধ দিয়ে একটি ফিসারি করার কারণে পাহাড়ি ঢলের পানি ছড়ায় পড়ে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে তীব্র স্রোতে সড়কটি বারবার ভেঙে পড়ে। ফিসারি না থাকায় আগে স্রোতের পানি বিভিন্ন দিকে প্রবাহিত হতো।
এজন্য ছড়ায় স্রোত কম থাকতো। এবার ফিসারির বাধের কারণে স্রোত বেড়ে গেছে। স্থায়ীভাবে সড়কটি রক্ষণাবেক্ষণ প্রয়োজন, ‘যোগ করেন সেলিম ও সালাম।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য মোছাঃ রুশনা বেগম বলেন, ‘রাস্তা ধসে যাওয়ার খবর শুনেছি। ছড়ায় স্রোত থাকায় রাস্তাটি ঠিকছে-না। সেখানে গার্ডওয়াল দিতে হবে। চেয়ারম্যানের সাথে কথা বলে দ্রুত মেরামত করে দেওয়া হবে।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, ‘এই ওয়ার্ডের ইউপি সদস্যকে সেখানে পাঠিয়েছি। সড়কটি যাতে আর না ভাঙে, সে জন্য স্থায়ীভাবে কাজ করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।