জুড়ীতে পুলিশের খাঁচায় ১১ জুয়ারি আটক
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৬:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ৫০৩ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ীতে ১১ জন জুয়ারি আটক করেছে পুলিশ। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পুলিশ পরিদর্শক( তদন্ত) হুমায়ুন কবীর দ্বয়ের নেতৃত্বে জুড়ী থানার একদল পুলিশ ফোর্স কর্তৃক অদ্য ১ লা জুন বৃহস্পতিবার অপরাহ্নে জুয়া খেলার সরঞ্জাম এবং জুয়ার বোর্ডে প্রাপ্ত বি়ভিন্ন মূল্যমানের সর্বমোট ৪,১৫০ টাকাসহ মোট ১১(এগার)জন জুয়ারি কে আটক করা হয়।
জুড়ীতে ইদানিং মাদক ও জুয়ার সাথে জড়িত বেশকিছু অপরাধী পুলিশ ও ডিবির হাতে আটক হয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যার ফলে জুড়ীতে মাদক ও জুয়া খেলার প্রবণতা ধীরে ধীরে কমে আসছে।পুলিশ ও ডিবির এসব অভিযানের ফলে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়ে আশা প্রকাশ করছে তাদের কার্যক্রম অব্যাহত থাকলে জুড়ী একটি মাদকমুক্ত ও জুয়া মুক্ত উপজেলা হিসেবে গড়ে উঠবে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ১১ জন জুয়ারি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)