জুড়ীতে পুষ্টি সপ্তাহের উদ্বোধন
- আপডেট সময় ০১:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ৩২৫ বার পড়া হয়েছে
জুড়ী প্রতিনিধি– জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রন্জন চন্দ্র দে, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর,পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলী,পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুহেল উদ্দিন, জায়ফর নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান,মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান,উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন ভূইয়া, মাধ্যমিক সুপারভাইজার মো আলা উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজা উদ্দৌলা,জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক তাজুল ইসলাম, সমকাল প্রতিনিধি বেলাল হোসাইন প্রমুখ।
সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহ উপলক্ষে সামাজিক নিরাপত্তা,শিশু পুষ্টি, কিশোর কিশোরীদের পুষ্টি, মাতৃপুষ্টি, প্রবীণদের পুষ্টি খাদ্য বিতরনের পাশাপাশি পুষ্টি নিশ্চিতকরনে বিভিন্ন কর্মসুচী পালন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতার কার্যক্রমের অনুষ্ঠানের আয়োজন, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে।