ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আপনার এসপি সেবা’  চালু বিএনপি সময়ের হাসপাতালের যন্ত্রপাতি নিয়ে গেছে আওয়ামী লীগ” – নাসের রহমান মৌলভীবাজারে বাজারে বাজারে জনসংযোগে নাসের রহমান বিএনপির ৩১ দফার প্রচারপত্র বিলি, জনতার ঢল মৌলভীবাজারে হেক্সাস এবং বিট্রিশ কাউন্সিলের যৌথ উদ্দোগে চালু হয়েছে কম্পিউটার বেইজ আইএলটিএস এক্সাম সেন্টার জুড়ী মানবিক সোসাইটির উদ্যোগে ছাদিছ জামাতে উত্তীর্ণ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত সময় ও সম্পদের কুরবানী দিতে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। -মাওলানা হাবিবুর রহমান দুর্গাপুরে ফেসবুকে মানহানিকর ভিডিও ছড়ানো নিয়ে সংবাদ সম্মেলন কোটচাঁদপুর সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেন ব্যারিস্টার কাজল মার্শাল আর্ট প্রতিযোগিতায় আবু ওবায়দা মো. মাসরুর খানের রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন মানবতার গান-সুরের ভেলায় কমলগঞ্জে লালনকে স্মরণ

জুড়ীতে ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় আহত -৪

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ৬১০ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় ৪ জন আহত।

শুক্রবার ( ১০ মে) বিকেল ৫.১৫ টায় জুড়ী ফুলতলা সড়কের মনতৈল( বজিটিলা বাজার) নামক স্হানে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্যে জানা যায়,জুড়ী ফায়ার ষ্টেশনের একটি গাড়ী ফুলতলা থেকে জুড়ী শহরে আসার সময় গাড়ীর সাইটে থাকা ফুট বোর্ড (অতিরিক্ত স্পেস) চলন্ত একটি রিকশায় ধাক্কা দিলে রিকশাটি একটি চা দোকানে গিয়ে ধাক্কা লাগে।এতে রিকশার ড্রাইভার বীরগোগালী ( রাণীমুড়া) গ্রামের ফারুক মিয়ার ছেলে বাদশা মিয়া(১৯) রিকশা আরোহী উপজেলার মাগুরা গ্রামের সবুর রহমান এর স্ত্রী জেনি বেগম(৩৫), সবুর রহমান এর ১০ বছর বয়সী মেয়ে তানিয়া রহমান ও পথচারি মনতৈল গ্রামের ফল ব্যবসায়ী কাদির মিয়ার ছেলে জাকির হোসেন(৩৬) আহত হন।

আহতের মধ্যে জেনি বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

উপস্হিত লোকজন অভিযোগ করে জানান,গাড়ীর পার্শ্বে থাকা ফুটবোর্ড একটি ঝুকিপূর্ণ সিষ্টেম।এটা বাহিরে থাকায় চালকের অদক্ষতার এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেয়া হয়েছ।

ঘটনার খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।তিনি জানান,তাদের চিকিৎসা চলছে।তবে ইনজুরি মারাত্বক নয়। আহতদের প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহণ করতে আমি উপস্হিত আছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুড়ীতে ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় আহত -৪

আপডেট সময় ০৬:৪২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী ফায়ার ষ্টেশনের গাড়ীর ধাক্কায় ৪ জন আহত।

শুক্রবার ( ১০ মে) বিকেল ৫.১৫ টায় জুড়ী ফুলতলা সড়কের মনতৈল( বজিটিলা বাজার) নামক স্হানে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীর বক্তব্যে জানা যায়,জুড়ী ফায়ার ষ্টেশনের একটি গাড়ী ফুলতলা থেকে জুড়ী শহরে আসার সময় গাড়ীর সাইটে থাকা ফুট বোর্ড (অতিরিক্ত স্পেস) চলন্ত একটি রিকশায় ধাক্কা দিলে রিকশাটি একটি চা দোকানে গিয়ে ধাক্কা লাগে।এতে রিকশার ড্রাইভার বীরগোগালী ( রাণীমুড়া) গ্রামের ফারুক মিয়ার ছেলে বাদশা মিয়া(১৯) রিকশা আরোহী উপজেলার মাগুরা গ্রামের সবুর রহমান এর স্ত্রী জেনি বেগম(৩৫), সবুর রহমান এর ১০ বছর বয়সী মেয়ে তানিয়া রহমান ও পথচারি মনতৈল গ্রামের ফল ব্যবসায়ী কাদির মিয়ার ছেলে জাকির হোসেন(৩৬) আহত হন।

আহতের মধ্যে জেনি বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

উপস্হিত লোকজন অভিযোগ করে জানান,গাড়ীর পার্শ্বে থাকা ফুটবোর্ড একটি ঝুকিপূর্ণ সিষ্টেম।এটা বাহিরে থাকায় চালকের অদক্ষতার এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নেয়া হয়েছ।

ঘটনার খবর পেয়ে সাথে সাথে হাসপাতালে ছুটে যান নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।তিনি জানান,তাদের চিকিৎসা চলছে।তবে ইনজুরি মারাত্বক নয়। আহতদের প্রয়োজনীয় সকল ব্যবস্হা গ্রহণ করতে আমি উপস্হিত আছি।