জুড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০১:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
- / ৩১৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
জুড়ী প্রতিনিধিঃ গোপালগঞ্জের এক প্রত্যন্ত অঞ্চলের ছায়া সুনিবিড় ছোট্ট একটি গ্রামের নাম টুঙ্গীপাড়া। গ্রামটির কোল বেয়ে বয়ে যাওয়া মধুমতী নদী। এই গ্রামেই ১৯২০ সালের ১৭ মার্চ জন্মেছিল এক শিশু। ছোটবেলায় বাবা-মা আদর করে তাকে ডাকতেন খোকা বলে। ছোট্ট গ্রামের এ ছোট্ট খোকা একদিন হলেন বাঙালির বড় নেতা শেখ মুজিবুর রহমান। অবশ্য নামটি রেখেছিলেন তাঁর মাতামহ। আর শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু এবং সব শেষে জাতির জনক—স্বাধীন বাংলাদেশের স্থপতি।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি আয়োজনের মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালন করেছে।সুর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র ছাত্রীদের নিয়ে কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও এবং সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রন্ঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে
অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রমাপদ দে, মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু,উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইমরুল ইসলাম,শিক্ষার্থী মধ্যে বক্তব্য রাখেন ,তাসমিয়া তাবাসসুম ফারিহা,মোহাম্মদ ইকরামুল ইহসান, উপস্হিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ,ওসি(তদন্ত) হুমায়ুন কবির,উপজেলা প্রকৌশলী ননীগোপাল দাস, নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী,মাধ্যমিক একাডেমীর সুপারভাইজার মোঃ আলাউদ্দিন,বিজিবির প্রতিনিধি হাবিলদার মোহাম্মদ আব্দুল হামিদ,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সুজাউদ্দৌলা, পরিসংখ্যান অফিসের প্রতিনিধি শামীমুল হক,সমাজসেবা অফিসের প্রতিনিধি বিদ্যুৎ লাল দাস, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সহকারি শিক্ষক গৌরাঙ্গ দেবনাথ,জাঙ্গীরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জহুরা ইয়াসমিন,ইমরান আলী প্রমুখ।
এ ছাড়া ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একমাত্র ইংলিশ ভার্সনে পরিচালিত জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলে সকালে অধ্যক্ষ শামস জাহান জুঁই এর সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম এর পরিচালনায় এক আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা অধ্যক্ষ বীরমুক্তিযোদ্বা খলিলুর রহমান,আওয়ামী লীগ নেতা ও কমিটির সদস্য আব্দুল কাদির দারা, মাওঃ আব্দুস সহিদ,ফরিদ উদ্দিন, মামুনুর রশিদ, অভিভাবক মাজহারুল ইসলাম,আব্দুল মুমিত রুবেল, সহকারি শিক্ষক ফারজানা আজিজ, কয়ছর আহমদ,বিজয় গোয়ালা প্রমুখ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)