জুড়ীতে ব্যবসায়ীদের মানববন্ধন অবৈধ কাঁচা বাজার উচ্ছেদের দাবীতে
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১০:১৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ২৫৯ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের ফুটপাত, রাস্তার উপর, বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা কাঁচা বাজার উচ্ছেদ করে সরকার নির্ধারিত বাজারে স্থানান্তর করার দাবীতে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেছেন ব্যবসায়ীবৃন্দ।
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় জুড়ী শিশুপার্ক চত্বরে অনুষ্টিত মানববন্ধনে ব্যবসায়ী সাইফুর রহমান, মামুন মিয়া, তারা মিয়া, আশু দে, শিমুল মিয়া, আসুক আহমদ, সাদত হোসেন, শুকুর মিয়া, ফারুক মিয়া, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- ঐতিহ্যবাহী জুড়ী কামিনীগঞ্জ বাজার থেকে সরকার প্রতি বছর ৬০-৮০ লাখ টাকা রাজস্ব পেয়ে থাকেন। কিন্তু একটি কুচক্রীমহল এ বাজারটি ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারই অংশ হিসেবে শহরের যত্রতত্র অবৈধ ভাবে কাঁচা বাজার বসানো হয়েছে। শিশুপার্ক চত্বর, ডাকঘর সড়ক, বাস স্ট্যান্ড এলাকা, ভবানীগঞ্জ বাজার, রেল সেতুর নিচ, বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে মাছ, শাক-সবজি, ফলসহ বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়। ভ্যান গাড়ীতে বিভিন্ন মালামাল নিয়ে জুড়ী সেতু দখল করে পথচারীদের চরম ভোগান্তিতে ফেলা হয়। অতিসম্প্রতি বীরমুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে ব্যক্তি মালিকানাধীন জায়গায় কাঁচা বাজার খোলে দেয়া হয়েছে। এতে করে মূল বাজার মার খাচ্ছে এবং স্থায়ী ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মূখীন হচ্ছেন। এমতাবস্থায় অবৈধ কাঁচা বাজার উচ্ছেদ করে মূল বাজারে স্থানান্তর, সড়ক-ফুটপাত দখলমুক্ত করে যানজট মুক্তকরণ এবং শিক্ষার্থী ও পথচারীদের চলাচল নির্বিঘœ করার দাবী জানানো হয়।
পরে মিছিল সহকারী গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)