জুড়ীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

- আপডেট সময় ০৬:১৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ২৯৬ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি: জুড়ীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।
শনিবার(৮ জুন) উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সানজিদা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু,কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান,ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী,প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু,ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান, সমকাল প্রতিনিধি মো বেলাল হোসাইন, জুড়ী থানার সাব ইন্সপেক্টর ওবায়েদুল ইসলাম প্রমুখ।
৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলার মানুষকে ভুমি সংক্রান্ত যেকোন সেবা ভূমি অফিস থেকে দেওয়া হবে।
