জুড়ীতে যুবলীগ নেতা মাসুক গ্রেফতার

- আপডেট সময় ১১:৪৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ২৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে যুবলীগ নেতা মাসুক মিয়াকে (৩০) গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টায় শহরের ভবানীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুক জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামসু মিয়ার ছেলে। তিনি গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের করা মিছিলে অংশ নিয়েছিলেন এবং ৩ আগস্টের হামলায় সংশ্লিষ্ট ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক।
