জুড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ১০:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৭ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
জুড়ী প্রতিনিধিঃ মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে জাতি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ‘অমর একুশে’, ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায়, বিশ্বজুড়ে এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩-এর প্রতিপাদ্য হলো ‘বহুভাষিক শিক্ষা- একটি বহুভাষিক বিশ্বে শিক্ষাকে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা’।
ভাষা আন্দোলনের সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে খালি পায়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে হাতে ফুল নিয়ে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ঢাকার ছাত্র ও সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে।
পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ১৪৪ ধারা ভেঙে ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন বীর সন্তান।
জুড়ী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন,মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস,ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহীদ চৌধুরী খুশি,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সহ-সভাপতি সাইরুল আলম,সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহমদ ভূঁইয়া,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম,উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম,ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান,প্রধান শিক্ষক সুধন সূত্রধর,অরবিন্দু রুদ্র পাল,সহকারী শিক্ষক জালাল আহমদ,শ্যামলী ভট্টাচার্য,মঞ্জু রানীর রুদ্র পাল,যুবলীগ নেতা কামাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ে এ দিবসটি উপলক্ষে শহীদ মিনারে পুুস্পস্তবক, আলোচনা সভা ও এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও মৌলভী শিক্ষক আমিরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের উপপরিচালক ( অবঃ) মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি তুতিউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারি শিক্ষক মরিয়ম বেগম,ফুলন বেগম,জয়প্রতাপ চৌবে প্রমুখ।
জুড়ীতে একমাত্র ইংলিশ ভার্সনে পরিচালিত জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা প্রিন্সিপাল শামস জাহান জুঁই এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান সভাপতি তুতিউর রহমান, বোর্ড অব ডাইরেক্টর ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সহকারি শিক্ষক কয়ছর আহমদ প্রমুখ।
এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালী ও এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক রাজনৈতিক দল স্হানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)