জুড়ীতে সবুজ পাতা ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
- আপডেট সময় ০৫:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৩৮২ বার পড়া হয়েছে
সিরাজুল ইসলাম- মৌলভীবাজারের জুড়ীতে সবুজ পাতা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
রোববার(১৫ ই অক্টোবর) উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা এলবিন টিলা রাজকি মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে ৫০ জন মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল,১ কেজি ডাল ও ১ লিটার তৈল বিতরণ করে।
সংগঠনের সভাপতি সাজিদ হোসাইন জানান,উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে দরিদ্র ৩০০ জন মানুষের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হবে।আমরা কয়েকজন তরুন একত্রে মিলিত হয়ে এ সংগঠনের কার্যক্রম শুরু করেছি।আগামীতে বড় ধরণের সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছি।
বিতরণের পুর্বে উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে সংগঠনের উদ্দোক্তাগণ বাল্য বিবাহের কুফল বিষয়ক এক আলোচনা সভায় মিলিত হন।
সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি,জুড়ী কামিনীগন্জ বাজারের তরুন ব্যবসায়ী সাজিদ হোসাইন এর সভাপতিত্বে এ সময় উপস্হিত ছিলেন ইউপি সদস্য মোরশেদ আলম রাজা,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও সংগঠনের সদস্য জুয়েল আহমদ, রাহিম আহমদ,ফাহাদ আহমদ, ছাব্বির আহমদ, আকরাম হোসাইন,রিপন আহমদ,সাঈদ আহমদ প্রমূখ।
সামাজিক স্বেচ্ছাসেবি এ সংগঠনটি গতবছরের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে বাল্য বিবাহ মুক্ত,মাদকমুক্ত সমাজ প্রতিষ্টার লক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা, ফ্রি চিকিৎসা সেবা ও রক্তদান কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।