জুড়ীতে সানাবিল কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর সার্টিফিকেট বিতরণ

- আপডেট সময় ০৯:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম সুমনঃ মৌলভীবাজার জেলার জুড়ীতে আমেরিকার টেক্সাসে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক সংগঠন “সানাবিল ফাউন্ডেশন” এর আয়োজনে জুড়ী উপজেলা চত্বরে অবস্থিত সানাবিল লাইব্রেরী এন্ড এডুকেশন সেন্টারে তিনমাস ব্যাপী অনুষ্ঠিত সম্পূর্ণ ফ্রি সানাবিল কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর সার্টিফিকেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সানাবিল লাইব্রেরী এন্ড এডুকেশন সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত ফ্রি সানাবিল কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর সার্টিফিকেট বিতরণ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মো: তাজুল ইসলাম (তারা মিয়া স্যার)।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সেলিম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, হযরত শাহখাকী ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ইয়াকুব আলী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক জিএম বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান রফিকস এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা জহির উদ্দিন, সানাবিল কম্পিউটার প্রশিক্ষণ কোর্স এর প্রশিক্ষক মো: তুহিন আহমদ, তাহমিনা আক্তার মিলি, শিক্ষার্থী সুমাইয়া জান্নাত রুমা, সামিরা আক্তার, সামিয়া জান্নাত শাম্মী, সেলিনা আক্তার, জোবেদা আক্তার, আনিশা আক্তার হ্যাপি, সুহানা আহমেদ রিয়া, সেলিনা আক্তার, রবিউল হোসাইন, শাহাদাত হোসাইন, তৌফিক আহমেদ, সজল ক্ষেত্রিময়ূম, জিয়াউর রহমান, মামুন আহমেদ, আবির হোসাইন ফাহাদ, আল আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার প্রশিক্ষণ একটি অপরিহার্য বিষয়। এটি একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, তেমনই ব্যক্তিগত জীবনেও বিভিন্ন কাজে কম্পিউটার ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করে। তাই, কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করে আপনি আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে আরও বেশি সফল হতে পারেন। আজকে সানাবিল ফাউন্ডেশন জুড়ী উপজেলার যুব সমাজের ছেলে-মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি যে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই সানাবিল ফাউন্ডেশনের একের পর এক এমন মহতী উদ্যোগ অব্যাহত থাকবে।
