জুড়ীর ফুলতলার চেয়ারম্যান পদে আলিম নির্বাচিত

- আপডেট সময় ০২:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ৪৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলিম শেলু।
বৃহস্পতিবার(২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে সারা দিন ইভিএম মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কিছু সময় বিড়ম্বনা ব্যতীত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হয়।ভোটে বর্তমান সহ ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় প্রার্থী মাসুক আহমদ কে ২৮১৯ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হোন তিনি।
তার প্রাপ্ত ভোট ৫০৩১। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী মাসুক আহমদের প্রাপ্ত ভোট ২২১২। অপর প্রার্থী মোস্তফা মিয়া আনারস প্রতিকে প্রাপ্ত ভোট ১৭২০ ।
মোট প্রাপ্ত বৈধ ভোট ৮৯৬৩, মোট বাতিল ভোট ২৪ টি।
নির্বাচনের রির্টানিং কর্মকর্তা হাফিজুর রহমানের পক্ষে বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান উপজেলা মনিটরিং রুম থেকে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
