ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
ভারতীয় জিরা উদ্ধার করেছে বিজিবি মৌলভীবাজার ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে লন্ডনে সভা গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান ভুয়া AI ভিডিও নিয়ে সতর্কবার্তা নাসের রহমানের শহীদ ওসমান হাদি স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬ উদ্বোধন সেনাবাহিনীর অভিযানে মৌলভীবাজারে অ স্ত্র উদ্ধার হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) ৬৮৫তম ওরস ১৫ই জানুয়ারি শ্রীমঙ্গল ৪৬ বিজিবি উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন ২২ জানুয়ারি আসছেন তারেক রহমান প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার ও দলীয় নেতারা মৌলভীবাজারে শত বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা

জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে অনিয়ম

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩০৬ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে ক্লিনিক না খোলায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। এলাকাবাসীর অভিযোগ— এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে চলছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সরেজমিন রবিবার (৩১ আগস্ট) সকালে সাগরনাল ইউনিয়নের কাশিনগর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, সকাল ৯টায় দায়িত্ব পালনের কথা থাকলেও সিএইচসিপি প্রবীর রঞ্জন নাথ হাজির হন সাড়ে ১০টায়। এতে সকালবেলায় চিকিৎসা নিতে আসা অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক রোগীদের ফিরতে হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) একই পরিস্থিতি দেখা যায় পূর্বজুড়ী ইউনিয়নের ছোট ধামাই কমিউনিটি ক্লিনিকে। সেখানে সিএইচসিপি রবনা বেগম সকাল ৯টার পরিবর্তে দায়িত্ব নেন প্রায় দেড় ঘণ্টা পর।

অন্যদিকে দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টা ৩০ মিনিটেও তালা ঝুলতে দেখা যায়। আশপাশের কয়েকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন— “সকালবেলা এখানে আসি চিকিৎসার জন্য, কিন্তু বারবার খালি হাতে ফিরতে হয়। এভাবে হলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

স্থানীয় এলাকাবাসীর বলেন, গ্রামের মানুষ সকালে কাজ ফেলে ক্লিনিকে আসে। কিন্তু দরজা খোলা না থাকায় তারা চিকিৎসা ছাড়াই ফিরে যায়। এতে মানুষের কষ্ট বাড়ছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সেবা পাই না। এতে আমরা খুবই হতাশ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও জুড়ীর অনেক কমিউনিটি ক্লিনিকে সেই সেবা অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, এভাবে চলতে থাকলে সরকারের স্বাস্থ্য উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে অনিয়ম

আপডেট সময় ০৪:৫০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একাধিক কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে ক্লিনিক না খোলায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। এলাকাবাসীর অভিযোগ— এ ধরনের অব্যবস্থাপনা দীর্ঘদিন ধরে চলছে, অথচ কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সরেজমিন রবিবার (৩১ আগস্ট) সকালে সাগরনাল ইউনিয়নের কাশিনগর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, সকাল ৯টায় দায়িত্ব পালনের কথা থাকলেও সিএইচসিপি প্রবীর রঞ্জন নাথ হাজির হন সাড়ে ১০টায়। এতে সকালবেলায় চিকিৎসা নিতে আসা অন্তঃসত্ত্বা নারী ও বয়স্ক রোগীদের ফিরতে হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) একই পরিস্থিতি দেখা যায় পূর্বজুড়ী ইউনিয়নের ছোট ধামাই কমিউনিটি ক্লিনিকে। সেখানে সিএইচসিপি রবনা বেগম সকাল ৯টার পরিবর্তে দায়িত্ব নেন প্রায় দেড় ঘণ্টা পর।

অন্যদিকে দুর্গাপুর কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টা ৩০ মিনিটেও তালা ঝুলতে দেখা যায়। আশপাশের কয়েকজন রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন— “সকালবেলা এখানে আসি চিকিৎসার জন্য, কিন্তু বারবার খালি হাতে ফিরতে হয়। এভাবে হলে সাধারণ মানুষ কোথায় যাবে?”

স্থানীয় এলাকাবাসীর বলেন, গ্রামের মানুষ সকালে কাজ ফেলে ক্লিনিকে আসে। কিন্তু দরজা খোলা না থাকায় তারা চিকিৎসা ছাড়াই ফিরে যায়। এতে মানুষের কষ্ট বাড়ছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কোনো সেবা পাই না। এতে আমরা খুবই হতাশ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, “এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও জুড়ীর অনেক কমিউনিটি ক্লিনিকে সেই সেবা অনিয়মের কারণে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, এভাবে চলতে থাকলে সরকারের স্বাস্থ্য উদ্যোগ প্রশ্নবিদ্ধ হবে।