জুড়ী উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
- আপডেট সময় ০১:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ৪৫৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধিঃ তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনুর্ধ্ব-১৬ বছরের বালক-বালিকাদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ব্যাডমিন্ট অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ের চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন বালক ও বালিকা অংশ গ্রহন করে।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় খেলা পরিচালনা করেন ব্যাডমিন্টন রেফারি ফয়সল মাহমুদ ও হারুনুর রশিদ হীরা।
সাফল্যজনক ভাবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের (একক ও দ্বৈত) মাঝে জেলা ক্রীড়া অফিস মৌলভীবাজার এর ব্যবস্থাপনায় পুরস্কার বিতরন করা হয়।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বালক (একক) চ্যাম্পিয়ন হয় জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের মিনহাজুল রহমান ও রানার-আপ জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের তানজিম আহমদ, বালিকা (একক) চ্যাম্পিয়ন হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের সপ্তদ্বীপা দাশ ও রানার-আপ জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জুবাইদা সরকার আনিকা, বালক (দ্বৈত) চ্যাম্পিয়ন হয় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মুজাহিদুল ইসলাম শুভ ও মাহবুব আলম জুটি ও রানার-আপ নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের নাইম আহমেদ ও বিপ্রতীর দাশ জুটি, বালিকা (দ্বৈত) চ্যাম্পিয়ন হয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের সপ্তদ্বীপা দাশ ও পল্লবী রানী দাশ জুটি এবং রানার-আপ জুড়ী মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জুবাইদা সরকার আনিকা ও ইয়াসমিন আক্তার ইমা জুটি।
প্রতিযোগিতা শেষে জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাশ এর সভাপতিত্বে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, মুক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাক আলী। এছাড়া আরোও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বিজন চন্দ্র দাস, নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলম বাদশা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও প্রতিযোগিদের অভিবাবকবৃন্দ।