জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা
- আপডেট সময় ০১:৩২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ৩০৬ বার পড়া হয়েছে
মৌলভীবাজার২৪ ডেস্কঃ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এসময় ১৫ জন আহত ছাত্রদের মাঝে আর্থিক অনুদান প্রধান করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
স্মরণ সভা সঞ্চালনা করেন,সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ সুলতানা ও সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন,পিপিএম-সেবা।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ,সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী,জেলা বিএনপির অন্যতম সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামির আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত শামিমা খন্দকার,ছাত্র প্রতিনিধি আফজাল হোসেন, ফখরুল ইসলাম, উপস্বাস্থ্য প্রতিনিধি মোঃ হাসান সজিব।