ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জুড়ীতে একই রাতে ৫ দোকানে চুরি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • / ৪৭৮ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম ; মৌলভীবাজারের জুড়ীতে একই রাতে ৫ টি দোকান ও একটি মসজিদের দানবাক্সে চুরি সংঘটিত হয়েছে।

সোমবার( ১৭ ই অক্টোবর) রাতে উপজেলার ভবানীগন্জ বাজারে এ চুরি সংঘটিত হয়।দোকানগুলো হলো মেসার্স বিসমিল্লাহ ভেরাইটিজ স্টৌর,লাভলী স্টৌর,শামীম ট্রাভেলস,সুভাষ মিষ্টি ঘর,এমএ নূর রড সিমেন্টের দোকান ও ভবানীগন্জ বাজার জামে মসজিদের দানবক্স।

এম এ নূর রড সিমেন্টের দোকানের স্বত্বাধিকারী আলহাজ্ব এম এ মহসিন মুহিন জানান,রাতে দোকানের তালা ভেঙ্গে চুর ক্যাশের টাকা চুরি করে নিয়ে গেছে।টাকা ছাড়া আর কোন মালামাল নেয়নি।
বাজারের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য জাহেদ হোসেন তাজিন বলেন, ভোর ৩ টার দিকে খবর পেয়ে আমি এসে দেখি এতোগুলো দোকান চুরি হয়েছে।সিসিটিভিতে চুরকে দেখা গেলেও এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।বাজার পাহারাদার ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসার জন্য পুলিশ নিয়ে গেছে।

জুড়ী থানার নবাগত ওসি মোশাররফ হোসেন বলেন,মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি দেখে কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

জুড়ীতে একই রাতে ৫ দোকানে চুরি

আপডেট সময় ১১:৩৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

সিরাজুল ইসলাম ; মৌলভীবাজারের জুড়ীতে একই রাতে ৫ টি দোকান ও একটি মসজিদের দানবাক্সে চুরি সংঘটিত হয়েছে।

সোমবার( ১৭ ই অক্টোবর) রাতে উপজেলার ভবানীগন্জ বাজারে এ চুরি সংঘটিত হয়।দোকানগুলো হলো মেসার্স বিসমিল্লাহ ভেরাইটিজ স্টৌর,লাভলী স্টৌর,শামীম ট্রাভেলস,সুভাষ মিষ্টি ঘর,এমএ নূর রড সিমেন্টের দোকান ও ভবানীগন্জ বাজার জামে মসজিদের দানবক্স।

এম এ নূর রড সিমেন্টের দোকানের স্বত্বাধিকারী আলহাজ্ব এম এ মহসিন মুহিন জানান,রাতে দোকানের তালা ভেঙ্গে চুর ক্যাশের টাকা চুরি করে নিয়ে গেছে।টাকা ছাড়া আর কোন মালামাল নেয়নি।
বাজারের স্থায়ী বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য জাহেদ হোসেন তাজিন বলেন, ভোর ৩ টার দিকে খবর পেয়ে আমি এসে দেখি এতোগুলো দোকান চুরি হয়েছে।সিসিটিভিতে চুরকে দেখা গেলেও এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।বাজার পাহারাদার ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসার জন্য পুলিশ নিয়ে গেছে।

জুড়ী থানার নবাগত ওসি মোশাররফ হোসেন বলেন,মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি দেখে কাজ করছে।