জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ সমাপ্ত
- আপডেট সময় ০৫:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ৩২৭ বার পড়া হয়েছে
সিরাজুল ইসলাম: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২২ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
শনিবার(৩০ শে জুলাই) সকালে টিএন খানম সরকারি কলেজ মাঠে খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা, জুড়ী থানার এসআই সিরাজ উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ইউ আর সি আবু রায়হান,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ,প্রধান শিক্ষক তাহমিনা ইসলাম, আইনুন নাহার বেগম,অরবিন্দ চন্দ্র শীল, মনোয়ারা বেগম, ইন্দ্রানী ভৌমিক, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম,আজাদ উদ্দিন,কুলমোহন দাস,জাহাঙ্গীর আলম,আব্দুল মালিক,মুক্তি দত্তা, সাথী রানী দেবনাথ,তাপস রায়, অজয় কুমার দে, অরবিন্দু রুদ্র পাল,রাজ কুমার নাথ আম্বিয়া বেগম, শিল্পী বেগম,গিয়াস উদ্দিন,সহকারী শিক্ষক আব্দুস শহীদ,তাজ উদ্দিন, জালাল উদ্দিন, নিবুল দাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণ উক্ত সমাপনীর খেলায় উপস্থিত ছিলেন।
উক্ত সমাপনী খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে(ছেলেদের) শূন্য দুই গোলে এলবিন ঠিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে চ্যাম্পিয়ন বঙ্গমাতা গোল্ডকাপে (মেয়েদের)শূন্য দুই গোলে সায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ের খেলার সুযোগ পায়।