ব্রেকিং নিউজ
জুড়ী থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৪:২১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ৪৯৯ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার জেলার জুড়ী থানা পরিদর্শন করেন,বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি (এএন্ডএফ) নাবিলা জাফরিন রীনা।
সোমবার ১৯ সেপ্টেম্বর জুড়ী থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, জুড়ী থানার অফিসার্স ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ।
পরে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল এডিশনাল ডিআইজি (এএন্ডএফ) কে গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে এডিশনাল ডিআইজি (এএন্ডএফ) সিলেট রেঞ্জে নাবিলা জাফরিন রিনা,মৌলভীবাজারের জুড়ী থানা কেন্দ্রিক কর্মরত সকল পুলিশ পরিদর্শক ও উপ পরিদর্শকদের সাথে পরিচিত হন। এর পর থানার বিভিন্ন শাখার নথিপত্র পরিদর্শন করেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :