ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জেলা নির্বাচন অফিসের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের বিক্ষোভ এফইডি মৌলভীবাজার জেলা কমিটি গঠিত ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে গণসংযোগ মৌলভীবাজার জেলায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠক শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে প্রস্তুতিমূলক সভা এবারের নির্বাচন এ জাতিকে শত বছরের পথ দেখাবে, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি শ্রীমঙ্গলে নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিলের বাবা আর নেই প্রত্যেক ভোটারের দোয়ারে দোয়ারে রুকনদের বারবার যেতে হবে – মোঃ ফখরুল ইসলাম রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন্য গ্রে ফ তা র, মোটরসাইকেল ও প্রাইভেট কার জব্দ

জেলা নির্বাচন অফিসের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের বিক্ষোভ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১ বার পড়া হয়েছে

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে আরপিও সংশোধন করে জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এবং নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা, প্রশাসনিক কারসাজি বন্ধের দাবিতে জেলা নির্বাচন অফিসের সামনে ২৬ নভেম্বর রবিবার বেলা ১২টায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেলের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট জেলা পরিচালনা পর্ষদের সমন্বয়ক অ্যাডভোকেট মাসুক মিয়া, সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল সামাদ পলাশ, বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সাথে আলোচনা না করে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে আরপিও সংশোধন করে নির্বাচনে জামানত বৃদ্ধি করে বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা করা, নির্বাচনী ব্যয়সীমা বৃদ্ধি, সব আসনে না রেখে শুধুমাত্র একক প্রার্থীর ক্ষেত্রে না ভোট রাখাসহ বিভিন্ন অগণতান্ত্রিক ধারা সংযোজন করা হয়েছে। নির্বাচনে কালোটাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজি চলে। গত কয়েকদিন আগে চট্টগ্রামে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মঞ্চে মাইকে গিয়ে প্রকাশ্যে প্রশাসনকে ব্যবহার করার এবং তাদের কথায় উঠবস করার ঘোষণা দেন। যাহা চরম ধৃষ্টতা রাষ্ট্রের আইনের প্রতি। অতীতের মতো সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিনত করতে নির্বাচন কমিশন জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকায় বৃদ্ধি করেছে এবং একইসাথে নির্বাচনে আসন প্রতি ব্যয় সীমাটাও বৃদ্ধি করেছেন। আমরা দাবি করেছিলাম জামানত পূর্বের থেকে কমিয়ে দশ হাজার টাকা করার, কমিশন সেখানে কর্ণপাত না করে বরং বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন এবং সবার ওপর চাপিয়ে দিলেন। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান করবো আমাদের দাবিগুলো নিয়ে মনযোগী হবেন এবং দ্রুততম সময়ে পার্লামেন্টকে জনগণের পার্লামেন্ট গঠনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের দাবিগুলো বাস্তবায়ন করবেন।

সভায় নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের হৃদপিণ্ড খ্যাত বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়ার তিব্র সমালোচনা করেন এবং অপচেষ্টা পরিহারের আহ্বান জানান। সভায় বাউলদের ওপর হামলা, মাজারে হামলা এবং সংগীতের প্রতি মৌলবাদী আক্রমণের প্রতিবাদ জানানো হয়।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জেলা নির্বাচন অফিসের সামনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের বিক্ষোভ

আপডেট সময় ০৬:২৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে আরপিও সংশোধন করে জামানত ও নির্বাচনী ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এবং নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা, প্রশাসনিক কারসাজি বন্ধের দাবিতে জেলা নির্বাচন অফিসের সামনে ২৬ নভেম্বর রবিবার বেলা ১২টায় বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলা সভাপতি আ স ম ছালেহ সোহেলের সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট জেলা পরিচালনা পর্ষদের সমন্বয়ক অ্যাডভোকেট মাসুক মিয়া, সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম শামীম, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল সামাদ পলাশ, বাসদ জেলা সদস্য অ্যাডভোকেট আবুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সাথে আলোচনা না করে সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে আরপিও সংশোধন করে নির্বাচনে জামানত বৃদ্ধি করে বিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা করা, নির্বাচনী ব্যয়সীমা বৃদ্ধি, সব আসনে না রেখে শুধুমাত্র একক প্রার্থীর ক্ষেত্রে না ভোট রাখাসহ বিভিন্ন অগণতান্ত্রিক ধারা সংযোজন করা হয়েছে। নির্বাচনে কালোটাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজি চলে। গত কয়েকদিন আগে চট্টগ্রামে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মঞ্চে মাইকে গিয়ে প্রকাশ্যে প্রশাসনকে ব্যবহার করার এবং তাদের কথায় উঠবস করার ঘোষণা দেন। যাহা চরম ধৃষ্টতা রাষ্ট্রের আইনের প্রতি। অতীতের মতো সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিনত করতে নির্বাচন কমিশন জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকায় বৃদ্ধি করেছে এবং একইসাথে নির্বাচনে আসন প্রতি ব্যয় সীমাটাও বৃদ্ধি করেছেন। আমরা দাবি করেছিলাম জামানত পূর্বের থেকে কমিয়ে দশ হাজার টাকা করার, কমিশন সেখানে কর্ণপাত না করে বরং বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন এবং সবার ওপর চাপিয়ে দিলেন। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান করবো আমাদের দাবিগুলো নিয়ে মনযোগী হবেন এবং দ্রুততম সময়ে পার্লামেন্টকে জনগণের পার্লামেন্ট গঠনে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদের দাবিগুলো বাস্তবায়ন করবেন।

সভায় নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের হৃদপিণ্ড খ্যাত বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেয়ার তিব্র সমালোচনা করেন এবং অপচেষ্টা পরিহারের আহ্বান জানান। সভায় বাউলদের ওপর হামলা, মাজারে হামলা এবং সংগীতের প্রতি মৌলবাদী আক্রমণের প্রতিবাদ জানানো হয়।