ব্রেকিং নিউজ
জেলা পলিসি ফোরামের আয়োজনে জাতীয় যুব দিবসে আলোচনা সভা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ২৬৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
বিশেষ প্রতিনিধি ॥ জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১নভেম্বর) মঙ্গলবার দুপুরে নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং ইমন আহমদ এর পরিচালনায় অস্থায়ী কার্য্যালয়ে হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
বক্তব্য রাখেন জেলা পলিসি ফোরামের সদস্য এ,এইচ টিপু,আনোয়ার মিয়া,সাজ্জাদুর রহমান,ইফতেকার আলম প্রমুখ। ।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)
ট্যাগস :