জৈন্তাপুরে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার ১

- আপডেট সময় ০২:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
- / ৩৪০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সিলেট জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ এক যুবক গ্রেপ্তার হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় কানাইঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল করিম এর তত্ত্বাবধানে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীরের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশের একটি টিম সিলেট-তামাবিল মহসড়কের দরবস্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে একটি সিএনজি অটোরিক্সা থেকে ৩৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
অপরদিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মহিবুর রহমান নেতৃত্বে অপর একটি টিম ১৫ অক্টোবর রাত ১১টা ৫০ মিনিটে গুয়াবাড়ী (আসামপাড়া) গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় গুয়াবাড়ী আদর্শগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে জয়দুল হাসান (১৯)-কে আটক পূর্বক তার ঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করে। উভয় ঘটনার বিষয়ে জৈন্তাাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে।
