ঢাকাই ছবির নায়িকা ববি
- আপডেট সময় ০৩:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ৩৪৯ বার পড়া হয়েছে
প্রযোজক সাকিব সনেটের সঙ্গে বিয়ে করছেন ঢাকাই ছবির নায়িকা ববি। গেলো বৃহস্পতিবার ববির জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর ও সনেটের প্রেম।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে ববিকে নিয়ে ফেসবুকে সনেট একটি স্ট্যাটাস দেন। যে পোস্টেই ছিল তাঁদের সম্পর্কের ইঙ্গিত। পোস্টের সূত্র ধরে যোগাযোগ করা হলে ববি ও সনেট দুইজনই সম্পর্কের কথা স্বীকার করেছেন। সনেট ফেসবুকে লিখেছেন, ‘এটা তোমার জন্মদিন, কিন্তু আমিই সেই, যার সবচেয়ে বেশি উদ্যাপন করা উচিত। পৃথিবীতে আমার প্রিয় মানুষটা আজকের দিনে জন্মেছিল। তোমার হাসি উদ্যাপনের কারণ। তোমার ভালোবাসা পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি খুব খুশি যে তুমি পৃথিবীতে এসেছিলে এবং আমি আরও বেশি খুশি যে তুমি আমার পৃথিবীতে এসেছিলে। শুভ জন্মদিন ইয়ামিন হক ববি।’ এই পোস্ট দেখেই অনেক ভক্ত তাঁদের সম্পর্কের বিষয়টি আন্দাজ করেন। কেউ মন্তব্য করেন, এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। কেউ আবার ধরে নেন, তাঁদের বিয়েও হয়ে গেছে।
সনেটের ফেসবুক পোস্ট নিয়ে ববির কাছে জানতে চাইলে তিনি জানান, সনেটের স্ট্যাটাস দেখে তিনি অবাক হয়েছেন। হাসতে হাসতে তিনি বলেন, ‘এভাবে যে স্ট্যাটাস দেবে, বুঝিনি।