ঢাকা ব্যাংক পিএলসি,মৌলভীবাজার শাখায় বিদায়ী সংবর্ধনা ও নবাগত ব্যবস্থাপককে বরণ
 
																
								
							
                                - আপডেট সময় ০৯:১২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

৬০ বছরের গৌরবময় ব্যাংকিং জীবনের পর অবসর নিলেন মোঃ মূর্শেদ আলম
ঢাকা ব্যাংক পিএলসির অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা জনাব মূর্শেদ আলম, এফভিপি ও ব্রাঞ্চ ম্যানেজার, তাঁর গৌরবময় ৬০ বছরের কর্মজীবন পূর্ণ করে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে গত ৩০ অক্টোবর ঢাকা ব্যাংক পিএলসির শাখা প্রাঙ্গণে এক মনোজ্ঞ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকারী শাখা ব্যবস্থাপক ও এফভিপি জনাব মোহাম্মদ সদরুল ইসলাম। একই অনুষ্ঠানে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। বিদায়ী ম্যানেজার মূর্শেদ আলমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় সহকর্মী ও ব্যাংকের সম্মানিত গ্রাহকদের পক্ষ থেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক বকশী মিজবাউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ. মুহিত, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ব্যবসায়ী সাইফুল ইসলাম টুটুল, এডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ, সুমা ফুডস-এর স্বত্বাধিকারী এমাজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী সরওয়ার আহমেদ, সাবেক ব্যাংকার ও ব্যবসায়ী এস এম শাহরিয়ার সুমন, যুবনেতা রেজা আহমদসহ অসংখ্য গ্রাহক, শুভানুধ্যায়ী ও অতিথিবৃন্দ।
সহকর্মীরা তাঁদের প্রিয় সহযোদ্ধা মূর্শেদ আলমের দীর্ঘ ব্যাংকিং জীবনের স্মৃতিচারণ করে তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ, কর্মপ্রেম ও মানবিক নেতৃত্বগুণের প্রশংসা করেন। তাঁরা বলেন, মূর্শেদ আলম ছিলেন শুধু একজন কর্মকর্তা নন, তিনি ছিলেন একজন পরামর্শক, প্রেরণার উৎস ও সহকর্মীদের অভিভাবকসুলভ নেতা।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ব্যাংকিং খাতে মূর্শেদ আলমের অবদান অনুকরণীয়। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে গ্রাহক ও সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। তাঁরা তাঁর অবসর-পরবর্তী জীবনের জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখময় সময়ের কামনা করেন।
একই সঙ্গে নবনিযুক্ত শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সদরুল ইসলাম-এর প্রতি সকলের পক্ষ থেকে উচ্ছ্বসিত শুভেচ্ছা ও প্রত্যাশা জানানো হয়, যাতে তাঁর নেতৃত্বে শাখাটি আরও সমৃদ্ধি ও সফলতার পথে এগিয়ে যায়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ঢাকা ব্যাংক পিএলসি, মৌলভীবাজার শাখার ম্যানেজার অপারেশনস বিশ্বজিৎ লাল দত্ত।
 
                             
																			






















