ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমনি
- আপডেট সময় ০৫:১৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ৩৯৬ বার পড়া হয়েছে
অনেকেই অভিযোগ করেন, ফোন করে পাওয়া যায় না ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমনিকে। কয়েক মাস ধরে এমন অভিযোগ। পাবেনই বা কী করে? অভিনেত্রী তো এখন ফোন সঙ্গেই রাখেন না। এমনকি পরীর বেডরুমেও জায়গা হয় না ফোনের।
কিন্তু কেন? এই তথ্য প্রযুক্তির যুগে অতি জরুরি মোবাইল ফোনটিকে কেন এভাবে দূরে সরিয়ে রাখেন চর্চিত নায়িকা পরীমনি? জানার ইচ্ছা ছিল অনেকেরই।
একটু দেরিতে হলেও অবশেষে সেই কারণ ফাঁস করলেন পরীমনি। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তিনি লিখলেন, একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই তার এমন সিদ্ধান্ত।
বর্তমানে অনেক কাঁচা বয়স থেকেই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে বাচ্চারা। যা তাদের চোখ এবং ব্রেনের সমস্যাসহ নানা ক্ষতির কারণ হচ্ছে। এক্ষেত্রে ছেলে রাজ্যের ব্যাপারে ছাড় দিতে নারাজ পরীমনি। তাই তো সচেতনতার সঙ্গে এড়িয়ে চলছেন মোবাইল ফোন।