তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- আপডেট সময় ১০:২০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা।
২২ জানুয়ারি বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা পরিষদ ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তানভীর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসন পিপিএম (সেবা)। কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিষদেও প্রধান নির্বাহী অফিসার শামীমা খন্দকার।
কর্মশালায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আনিছুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, স্থাণীয় সরকার প্রকৗশল অধিদপ্তরের নির্বাহী প্রকৗশলী আহমদ আব্দুল্লাহ, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শাহজাহান মিয়া, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামির আলী প্রমুখ।
তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক সরকারী কর্মকর্তাগন,সুশিল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহন করেন।