ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সাবেক মেয়র আইভী গ্রেপ্তার ভারতের ১৫ টি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান শ্রীমঙ্গল কলার বাজার থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার মৌলভীবাজার সীমান্তে পুশ ইন বাড়তি নজরদারি আইজিপির নির্দেশের পর সতর্কাবস্থানে মৌলভীবাজারসহ সিলেটের চার পুলিশ সুপার মজলিসে সাক্বাফাতুল ইসলামী কাতারের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নিলাম কেন্দ্রে বছরের প্রথম চা নিলাম অনুষ্টিত মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তিব্র তাপদাহ,বিদ্যুৎ বিভ্রাট,বেড়েছে হাত পাখার কদর

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • / ৪০৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের উপর দিয়ে কয়েকদিন থেকে বয়ে যাচ্ছে তিব্র তাপদাহ। গরমের দাপটে নাজেহাল জনজীবন। তার উপরে আছে বিদ্যুৎ বিভ্রাট। এরকম সময়ে মানুষজন হাঁপিয়ে উঠছেন দুঃসহ গরমে। তখন এই গরম থেকে বাঁচতে অনেকেই বিকল্প মাধ্যম খুঁজে নেন। এরমধ্যে অন্যতম হাতপাখা। যার শীতল বাতাসে শরীরে এনে দেয় ক্ষণিকের প্রশান্তি

এই গরমে চলতি পথে একজন হাতপাখা ব্যবসায়ীর সঙ্গে দেখা হয় মৌলভীবাজার জেলা শহরের ব্যস্ততম এলাকা এম সাইফুর রহমান রোডে। উনার নাম বদরুল মিয়া। থাকেন জেলার শেষ সীমানা ফেঞ্চুগঞ্জ এলাকায়। এক সপ্তাহ হলো শহরে এসেছেন। জেলার বিভিন্ন প্রান্তে হাতপাখা হেঁটে হেঁটে বিক্রি করেন তিনি।

আলাপকালে তিনি জানান, জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই হাতপাখা সংগ্রহ করেন। স্থানভেদে ১শত হাতপাখা ৩৫০০ থেকে ৪২০০ টাকায় কেনেন। বিক্রি করেন প্রতি পিস ৬০ টাকা ও জোড়া ১০০-১১০ টাকায়। দিনে ৩০ থেকে ৫০টির মতো পাখা বিক্রি হয় তার।

বদরুল মিয়া আরও জানান, শীত শেষ হতেই হাতপাখা তৈরির কাজ শুরু হয়ে যায়। প্রথমে বেত বাঁশকে ফালি করা হয়। পরে প্রয়োজন অনুসারে নানান রঙের পানিতে ভিজিয়ে রাখা হয় অনেকক্ষণ। তারপর সেগুলো শুকানো হয়। রঙিন ফালিফালি বাঁশের বেতকে চৌকোণা চাটাইয়ের মতো প্রথমে তৈরি করা হয়। পরে আকার অনুযায়ী গোল করে কাটা, সরু লম্বা কাঠি দিয়ে বাঁধা ইত্যাদি নানা পর্বের মধ্য দিয়ে পাখা তৈরি হলে তা বিক্রির ব্যবস্থা করা হয়।

শহরের বাসিন্দা শাম্মী আক্তার বলেন, ‘একটি রঙিন বাঁশবেতের পাখা কিনলাম ৬০ টাকা দিয়ে। এটা দেখতেও সুন্দর আবার বিদ্যুৎ না থাকলে বাতাসও করা যাবে। এই গরমে বিদ্যুৎ বিভ্রাট তো লেগেই আছে। তাই এই পাখার কোনো বিকল্প নাই। এই পাখার বাতাসও অনেক প্রশান্তি দেয়।’

গ্রাম থেকে শহরে আসা তুহিন রশিদ বলেন, ‘বেতের রঙিন পাখা সবসময় পাওয়া যায় না, তাই একটি পাখা কিনলাম। প্রায়ই গ্রামে বিদ্যুৎ থাকে না, তখন এই পাখাই ভরসা।’

আধুনিক প্রযুক্তির উপরই এখন সবাই নির্ভরশীল হয়ে পড়ায় হাতপাখা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে জানিয়ে স্থানীয় সাংস্কৃতিক কর্মী আব্দুর রব বলেন, ‘একটা সময় বৈদ্যুতিক ফ্যানের প্রচলন তেমনটা ছিল না। মানুষ প্রাকৃতিক বাতাস আর হাতপাখার উপর নির্ভরশীল ছিল। কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ছোটরা হাতপাখা নিয়ে এগিয়ে আসতো বাতাস করার জন্য। এখন আর সেটা লক্ষ করা যায় না।’

শহরের প্রবীণ নাগরিক শৈলেন রায় বলেন, ‘বাঁশ বেত ও তালপাতার তৈরি হাতপাখাগুলোতে নিপুণ হাতে এক সময় শিল্পীরা আঁকতেন গ্রাম বাংলা আহবান শিল্প সংস্কৃতি, পশু পাখি, ফুল লতাপাতাসহ সমসাময়িক নানান বিষয়াবলী। এখন আর তা দেখা যায়।’

লোক গবেষক, লেখক আহমদ সিরাজ জানান, একটা সময় সব মানুষের ভরসা ছিল হাতপাখা, বিশেষ করে গ্রাম এলাকায়। কিন্তু বর্তমানে এই পাখার দেখা মেলা ভার। আধুনিক ও তথ্যপ্রযুক্তির যুগে এসে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, ইলেকট্রিক পাখার দাপটে এখন বাঁশবেতের তৈরি হরেক রকমের হাতপাখা বিলুপ্তপ্রায়। তবে এখনো সল্প পরিসরে হলেও বাঁশবেতের নান্দনিক হাত পাখার চাহিদা রয়েছে। এছাড়া, দেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে এসব পাখা ও এইসব বুননশিল্প রক্ষার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তিব্র তাপদাহ,বিদ্যুৎ বিভ্রাট,বেড়েছে হাত পাখার কদর

আপডেট সময় ০৬:৫২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের উপর দিয়ে কয়েকদিন থেকে বয়ে যাচ্ছে তিব্র তাপদাহ। গরমের দাপটে নাজেহাল জনজীবন। তার উপরে আছে বিদ্যুৎ বিভ্রাট। এরকম সময়ে মানুষজন হাঁপিয়ে উঠছেন দুঃসহ গরমে। তখন এই গরম থেকে বাঁচতে অনেকেই বিকল্প মাধ্যম খুঁজে নেন। এরমধ্যে অন্যতম হাতপাখা। যার শীতল বাতাসে শরীরে এনে দেয় ক্ষণিকের প্রশান্তি

এই গরমে চলতি পথে একজন হাতপাখা ব্যবসায়ীর সঙ্গে দেখা হয় মৌলভীবাজার জেলা শহরের ব্যস্ততম এলাকা এম সাইফুর রহমান রোডে। উনার নাম বদরুল মিয়া। থাকেন জেলার শেষ সীমানা ফেঞ্চুগঞ্জ এলাকায়। এক সপ্তাহ হলো শহরে এসেছেন। জেলার বিভিন্ন প্রান্তে হাতপাখা হেঁটে হেঁটে বিক্রি করেন তিনি।

আলাপকালে তিনি জানান, জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই হাতপাখা সংগ্রহ করেন। স্থানভেদে ১শত হাতপাখা ৩৫০০ থেকে ৪২০০ টাকায় কেনেন। বিক্রি করেন প্রতি পিস ৬০ টাকা ও জোড়া ১০০-১১০ টাকায়। দিনে ৩০ থেকে ৫০টির মতো পাখা বিক্রি হয় তার।

বদরুল মিয়া আরও জানান, শীত শেষ হতেই হাতপাখা তৈরির কাজ শুরু হয়ে যায়। প্রথমে বেত বাঁশকে ফালি করা হয়। পরে প্রয়োজন অনুসারে নানান রঙের পানিতে ভিজিয়ে রাখা হয় অনেকক্ষণ। তারপর সেগুলো শুকানো হয়। রঙিন ফালিফালি বাঁশের বেতকে চৌকোণা চাটাইয়ের মতো প্রথমে তৈরি করা হয়। পরে আকার অনুযায়ী গোল করে কাটা, সরু লম্বা কাঠি দিয়ে বাঁধা ইত্যাদি নানা পর্বের মধ্য দিয়ে পাখা তৈরি হলে তা বিক্রির ব্যবস্থা করা হয়।

শহরের বাসিন্দা শাম্মী আক্তার বলেন, ‘একটি রঙিন বাঁশবেতের পাখা কিনলাম ৬০ টাকা দিয়ে। এটা দেখতেও সুন্দর আবার বিদ্যুৎ না থাকলে বাতাসও করা যাবে। এই গরমে বিদ্যুৎ বিভ্রাট তো লেগেই আছে। তাই এই পাখার কোনো বিকল্প নাই। এই পাখার বাতাসও অনেক প্রশান্তি দেয়।’

গ্রাম থেকে শহরে আসা তুহিন রশিদ বলেন, ‘বেতের রঙিন পাখা সবসময় পাওয়া যায় না, তাই একটি পাখা কিনলাম। প্রায়ই গ্রামে বিদ্যুৎ থাকে না, তখন এই পাখাই ভরসা।’

আধুনিক প্রযুক্তির উপরই এখন সবাই নির্ভরশীল হয়ে পড়ায় হাতপাখা এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে জানিয়ে স্থানীয় সাংস্কৃতিক কর্মী আব্দুর রব বলেন, ‘একটা সময় বৈদ্যুতিক ফ্যানের প্রচলন তেমনটা ছিল না। মানুষ প্রাকৃতিক বাতাস আর হাতপাখার উপর নির্ভরশীল ছিল। কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ছোটরা হাতপাখা নিয়ে এগিয়ে আসতো বাতাস করার জন্য। এখন আর সেটা লক্ষ করা যায় না।’

শহরের প্রবীণ নাগরিক শৈলেন রায় বলেন, ‘বাঁশ বেত ও তালপাতার তৈরি হাতপাখাগুলোতে নিপুণ হাতে এক সময় শিল্পীরা আঁকতেন গ্রাম বাংলা আহবান শিল্প সংস্কৃতি, পশু পাখি, ফুল লতাপাতাসহ সমসাময়িক নানান বিষয়াবলী। এখন আর তা দেখা যায়।’

লোক গবেষক, লেখক আহমদ সিরাজ জানান, একটা সময় সব মানুষের ভরসা ছিল হাতপাখা, বিশেষ করে গ্রাম এলাকায়। কিন্তু বর্তমানে এই পাখার দেখা মেলা ভার। আধুনিক ও তথ্যপ্রযুক্তির যুগে এসে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, ইলেকট্রিক পাখার দাপটে এখন বাঁশবেতের তৈরি হরেক রকমের হাতপাখা বিলুপ্তপ্রায়। তবে এখনো সল্প পরিসরে হলেও বাঁশবেতের নান্দনিক হাত পাখার চাহিদা রয়েছে। এছাড়া, দেশের ঐতিহ্য টিকিয়ে রাখতে এসব পাখা ও এইসব বুননশিল্প রক্ষার জন্য সকলকে আহ্বান জানান তিনি।