তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় ০২:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১২৩ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা শীর্ষক তৃণমূল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর আদর্শের তৃণমূল নারী সমাজের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন- সাবে চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
নারী সমাবেশে কলা গাছের সুতা থেকে কলাবতী শাড়ীর বুবন কারিগড় কমলগঞ্জের মাঝেরগাত্তঁ গ্রামের রাধাবতী দেবীকে সম্মামনা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জণ দেব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চেীধূরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহম্মেদ, উপজেলা কৃষকলীগের যুগ্মআহব্বায়ক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসের শাহীন।
শ্রীমঙ্গল উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রভা রানী বাড়াইক, মিতু রায়, শারমীন জাহান, তানিয়া আক্তার, হুসনা বেগম, রাবেয়া আক্তার প্রতিমা দাশ প্রমূখ।
সমাবেশের আগে শহরে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে শতাধিক নারী অংশ নেন।