ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের ফলাফল প্রকাশ

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • / ২৯৪ বার পড়া হয়েছে

সিরাজুল ইসলাম; উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা আল্লামা ছাহেব কিবলা ফুলতলী(রঃ) এর প্রতিষ্টিত বিশ্বব্যাপী পরিচালিত বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্র দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের রাবে ও খামিছ স্তরের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর সিলেট জকিগন্জের ফুলতলী ছাহেব বাড়ী প্রধান কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খামিছ স্তরে মোট পরীক্ষার্থী ১২৬ জনের মধ্যে ৭৮ জন পাশ করেছে।তার মধ্যে ১ম বিভাগে ২৩ জন,২য় বিভাগে ৩৬ জন,তৃতীয় বিভাগে ১৯ জন পাশ করেছে।তার মধ্যে পরীক্ষায় অকৃতকার্য ৪০ জন এবং অনুপস্থিত ছিলো ৮ জন পরীক্ষার্থী।

জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখা কেন্দ্রের ফলাফলে মোট ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগ ৫ জন,২য় বিভাগ ৮ জন,তৃতীয় বিভাগে ৬ জন পাশ করেছে।অকৃতকার্য ৭ জন।অনুপস্থিত নাই। পাশের হার ৭৩.০৮ বাহাদুরপুর হাফিজিয়া মাদ্রাসা শাখা কেন্দ্রের ফলাফলে মোট ১৭ জন পরীক্ষার্থী মধ্যে ১ম বিভাগে ৬ জন,২য় বিভাগে ৩ জন,তৃতীয় বিভাগে ২ জন পাশ করেছে।অকৃতকার্য ৫ জন।অনুপস্থিত নাই। পাশের হার ৬৪.৭০
জায়ফরনগর ইসলামিয়া মহিলা মাদ্রাসা শাখা কেন্দ্রের ফলাফলে মোট ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগে ২ জন,২য় বিভাগে ৭ জন,তৃতীয় বিভাগে ৪ জন পাশ করেছে। অকৃতকার্য ৮ জন।অনুপস্থিত ৫ জন। পাশের হার ৫০.০০
মজিদিয়া ফুলতলী বড়ডহর দারুল কিরাত শাখা কেন্দ্রের ফলাফলে মোট ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগে ২ জন,২য় বিভাগে ৬ জন,তৃতীয় বিভাগে ৪ জন পাশ করেছে। অকৃতকার্য ৮ জন।অনুপস্থিত ১ জন। পাশের হার ৬৬.৬৬
পন্ঞ্চগ্রাম লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা শিলুয়া শাখা কেন্দ্রের ফলাফলে মোট ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগে ৬ জন,২য় বিভাগে ৭ জন,তৃতীয় বিভাগে ১ জন পাশ করেছে। অকৃতকার্য ৪ জন। অনুপস্থিত ২ জন। পাশের হার ৭০.০০
ফুলতলা জুনিয়র দাখিল মাদ্রাসা শাখা কেন্দ্রের ফলাফলে মোট ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগে ২ জন,২য় বিভাগে ২ জন, তৃতীয় বিভাগে ২ জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ৮ জন।অনুপস্থিত রয়েছে ২ জন পরীক্ষার্থী।পাশের হার ৩১.৫৭.
গতকাল ২৫ শে সেপ্টেম্বর লতিফিয়া ক্বারী সোসাইটি, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কারী মুফতি কাজী ময়নুল ইসলাম উপজেলার আওতাধীন সকল রাবে-খামিছ কেন্দ্রের নাজিম/ সাধারণ সম্পাদকবৃন্দের হাতে এ ফলাফল তুলে দিয়ে বলেন,বড় ছাহেব কিবলা ফুলতলী আগামী বছর কেন্দ্র অনুমোদনে আরও নতুন নীতিমালা প্রণয়ন করেছেন।কেন্দ্রগুলোতে মানসম্পন্ন কারী সাহেবদের নিয়োগ দিতে হবে যাতে লেখাপড়ার মান বৃদ্ধি হয়।এ ছাড়া অকৃতকার্য ও অনুপস্থিত যাতে না থাকে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
কেন্দ্র অনুমোদনে নতুন নীতিমালার মধ্যে অন্যতম খামিছ কেন্দ্রে ৩ জন কারী ছাহেবের খামিছ জামাতের শীল ছাড়া কেন্দ্র অনুমোদন দেয়া হবেনা।
প্রধান কারী আমমসক,ছিরত,রুটিনসহ দায়িত্ব পালন করতে হইবে।
আউয়াল স্তরের কারী ছাহেব উর্ধ্ব জামাতে পাঠদান করিতে পারিবেন না।
এ ছাড়া ১ম রমজান হইতে শেষ রমজান পর্যন্ত যেকোনো সময় কারী সোসাইটি অডিট করে কেন্দ্রে কোনো অনিয়ম পাওয়া গেলে কেন্দ্র কিংবা কারী ছাহেবদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করিতে পারিবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের ফলাফল প্রকাশ

আপডেট সময় ০৬:১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

সিরাজুল ইসলাম; উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা আল্লামা ছাহেব কিবলা ফুলতলী(রঃ) এর প্রতিষ্টিত বিশ্বব্যাপী পরিচালিত বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্র দারুল কেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের রাবে ও খামিছ স্তরের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর সিলেট জকিগন্জের ফুলতলী ছাহেব বাড়ী প্রধান কার্যালয় থেকে প্রকাশিত ফলাফলে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় খামিছ স্তরে মোট পরীক্ষার্থী ১২৬ জনের মধ্যে ৭৮ জন পাশ করেছে।তার মধ্যে ১ম বিভাগে ২৩ জন,২য় বিভাগে ৩৬ জন,তৃতীয় বিভাগে ১৯ জন পাশ করেছে।তার মধ্যে পরীক্ষায় অকৃতকার্য ৪০ জন এবং অনুপস্থিত ছিলো ৮ জন পরীক্ষার্থী।

জুড়ী জালালীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা শাখা কেন্দ্রের ফলাফলে মোট ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগ ৫ জন,২য় বিভাগ ৮ জন,তৃতীয় বিভাগে ৬ জন পাশ করেছে।অকৃতকার্য ৭ জন।অনুপস্থিত নাই। পাশের হার ৭৩.০৮ বাহাদুরপুর হাফিজিয়া মাদ্রাসা শাখা কেন্দ্রের ফলাফলে মোট ১৭ জন পরীক্ষার্থী মধ্যে ১ম বিভাগে ৬ জন,২য় বিভাগে ৩ জন,তৃতীয় বিভাগে ২ জন পাশ করেছে।অকৃতকার্য ৫ জন।অনুপস্থিত নাই। পাশের হার ৬৪.৭০
জায়ফরনগর ইসলামিয়া মহিলা মাদ্রাসা শাখা কেন্দ্রের ফলাফলে মোট ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগে ২ জন,২য় বিভাগে ৭ জন,তৃতীয় বিভাগে ৪ জন পাশ করেছে। অকৃতকার্য ৮ জন।অনুপস্থিত ৫ জন। পাশের হার ৫০.০০
মজিদিয়া ফুলতলী বড়ডহর দারুল কিরাত শাখা কেন্দ্রের ফলাফলে মোট ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগে ২ জন,২য় বিভাগে ৬ জন,তৃতীয় বিভাগে ৪ জন পাশ করেছে। অকৃতকার্য ৮ জন।অনুপস্থিত ১ জন। পাশের হার ৬৬.৬৬
পন্ঞ্চগ্রাম লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা শিলুয়া শাখা কেন্দ্রের ফলাফলে মোট ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগে ৬ জন,২য় বিভাগে ৭ জন,তৃতীয় বিভাগে ১ জন পাশ করেছে। অকৃতকার্য ৪ জন। অনুপস্থিত ২ জন। পাশের হার ৭০.০০
ফুলতলা জুনিয়র দাখিল মাদ্রাসা শাখা কেন্দ্রের ফলাফলে মোট ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম বিভাগে ২ জন,২য় বিভাগে ২ জন, তৃতীয় বিভাগে ২ জন পাশ করেছে। অকৃতকার্য হয়েছে ৮ জন।অনুপস্থিত রয়েছে ২ জন পরীক্ষার্থী।পাশের হার ৩১.৫৭.
গতকাল ২৫ শে সেপ্টেম্বর লতিফিয়া ক্বারী সোসাইটি, জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কারী মুফতি কাজী ময়নুল ইসলাম উপজেলার আওতাধীন সকল রাবে-খামিছ কেন্দ্রের নাজিম/ সাধারণ সম্পাদকবৃন্দের হাতে এ ফলাফল তুলে দিয়ে বলেন,বড় ছাহেব কিবলা ফুলতলী আগামী বছর কেন্দ্র অনুমোদনে আরও নতুন নীতিমালা প্রণয়ন করেছেন।কেন্দ্রগুলোতে মানসম্পন্ন কারী সাহেবদের নিয়োগ দিতে হবে যাতে লেখাপড়ার মান বৃদ্ধি হয়।এ ছাড়া অকৃতকার্য ও অনুপস্থিত যাতে না থাকে সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে।
কেন্দ্র অনুমোদনে নতুন নীতিমালার মধ্যে অন্যতম খামিছ কেন্দ্রে ৩ জন কারী ছাহেবের খামিছ জামাতের শীল ছাড়া কেন্দ্র অনুমোদন দেয়া হবেনা।
প্রধান কারী আমমসক,ছিরত,রুটিনসহ দায়িত্ব পালন করতে হইবে।
আউয়াল স্তরের কারী ছাহেব উর্ধ্ব জামাতে পাঠদান করিতে পারিবেন না।
এ ছাড়া ১ম রমজান হইতে শেষ রমজান পর্যন্ত যেকোনো সময় কারী সোসাইটি অডিট করে কেন্দ্রে কোনো অনিয়ম পাওয়া গেলে কেন্দ্র কিংবা কারী ছাহেবদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করিতে পারিবেন।