ব্রেকিং নিউজ  
                            
                            দুই কোবরার বিরল মিলনের মুহুর্ত
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ১০:০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
 - / ১৪৯৯ বার পড়া হয়েছে
 

সাপের মিলনের বিরল এক ঘটনার সাক্ষী থাকল ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বালাপাড়া। স্থানীয় প্রাইমারি স্কুলের সামনে জোড়া সাপের মিলন দেখা যায়। কার্যত এই ঘটনা বিরল। তাও আবার প্রকাশ্যে একেবারেই বিরল একটি ঘটনা। ফলে তা দেখার জন্যে আট থেকে আশি বছরের ভিড় দেখা গেল লকডাউনের মধ্যেও।
তবে অনেক মানুষকে দেখা গেল এই বিরল দৃশ্য মোবাইল ক্যামেরায় ভিডিও করতে। উপস্থিত সকলেই খুব আনন্দিত এই জোড়া সাপের মিলন দৃশ্য দেখে! এমনটাই জানাচ্ছেন বালাপাড়া এলাকার বাসিন্দা রতন দেবনাথ
একই সঙ্গে স্থানীয়রা জানাচ্ছেন, এরকম বিরল দৃশ্য সচরাচর দেখা যায় না। হঠাত প্রকাশ্যে এমন ঘটনা দেখে তাই অনেক মানুষ ভিড় জমিয়েছেন। তবে তারা সাপের মিলনে ব্যাঘাত করেননি বলে জানিয়েছেন স্থানীয়রা।
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            
																			


















