ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জুড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন সভাপতি রেজা, সম্পাদক মতিউর সিলেটে জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন বিএনপি যদি রাস্ট্র ক্ষমতায় যায় তাহলে আমরা এই পুলিশ কে বিএনপির পুলিশ বানাবো না – জি কে গউছ সিলেটে পাথর লু ট,প্রশাসনের বি রু দ্ধে শুরু হচ্ছে অ্যাকশন ডাক্তারদের চেম্বারে ওষুধ কোম্পানির দৌরাত্ম্য: ভুক্তভোগী রোগীরা বাংলাদেশে সব সময়ই হিন্দু মুসলমান সম্প্রীতির সাথে বসবাস করে আসছে — এম নাসের রহমান জনগণ কে নিয়ে চলার দল বিএনপি। বিএনপি পেছন দিয়ে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না: বড়লেখায় ডা: জাহিদ বিশ্বের ১০ সুন্দরী চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল উদ্ধার, গ্রে/ফ/তা/র – ১ পুবালি ব্যাংক পিএলসি-এর ৭৩৩তম বুথের শুভ উদ্বোধন

দুই দিনব্যাপী হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা (র.)-এর ৬৮৪তম ওরস

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ৪৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা  বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (র.)-এর ৬৮৪তম ওরস  মোবারক ১৪ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই ওরস অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১৪ই জানুয়ারি) বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ্‌ ও বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বুধবার ১৫ই জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো,জিকির আজগার, বাদজোহর মিলাদ- মাহফিল এবং বাদ এশা আখেরি  মোনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে দুইদিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।

হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) ৬৮৪তম উরুস উদ্যাপন পরিষদের সদস্য সচিব জাকির হোসেন (উজ্জ্বল) বলেন, মাজারে ওরস উপলক্ষে কোন ধরনের অপকম্য গান- বাজনা হয় না এখানে জিকির আজগার, মিলাদ মাহফিল হয়।সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত ও আশেকানসহ সবস্তরের মানুষের সহযোগিতা চান।

প্রতিবছরই ওরসকে ঘিরে শহরের শাহ্‌ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী শিশুদের নানা ধরনের  খেলনা ও খাবারের দোকান বসে।


ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত, অনুরাগীরা ও  মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়েছেন।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দুই দিনব্যাপী হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা (র.)-এর ৬৮৪তম ওরস

আপডেট সময় ১১:২৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

মৌলভীবাজার২৪ ডেস্কঃ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ্‌ মোস্তফা  বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (র.)-এর ৬৮৪তম ওরস  মোবারক ১৪ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই ওরস অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (১৪ই জানুয়ারি) বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ্‌ ও বাদ এশা জিকির আজকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরদিন বুধবার ১৫ই জানুয়ারি সকাল সাড়ে ৯টায় মাজারে গিলাফ চড়ানো,জিকির আজগার, বাদজোহর মিলাদ- মাহফিল এবং বাদ এশা আখেরি  মোনাজাত ও শিরণি বিতরণের মাধ্যমে দুইদিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।

হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) ৬৮৪তম উরুস উদ্যাপন পরিষদের সদস্য সচিব জাকির হোসেন (উজ্জ্বল) বলেন, মাজারে ওরস উপলক্ষে কোন ধরনের অপকম্য গান- বাজনা হয় না এখানে জিকির আজগার, মিলাদ মাহফিল হয়।সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন, ভক্ত ও আশেকানসহ সবস্তরের মানুষের সহযোগিতা চান।

প্রতিবছরই ওরসকে ঘিরে শহরের শাহ্‌ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী শিশুদের নানা ধরনের  খেলনা ও খাবারের দোকান বসে।


ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত, অনুরাগীরা ও  মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে দোকানিরা পসরা সাজিয়েছেন।