দু-র্বৃ-ত্ত-দে-র হামলায় আহত বিএনপির নেতা হেলাল

- আপডেট সময় ০২:৫২:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
- / ২৬৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ডেস্কঃ মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিতুর রহমান হেলাল এর উপর দু/র্বৃ/ত্ত/রা হামলা করে আহত করে। তিনি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত ১২টার দিকে শহরের কোট রোড বনফুল কমিউনিটি সেন্টারেে সম্মুর্খে এই ঘটনা ঘটে।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয় ফয়জুল করিম ময়ূন বলেন,দলীয় কেউ এ ঘটনার সাথে জড়িত থাকলে তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব ।
মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোঃ মাহবুবুর রহমান এ বিষয়ে বলেন,দুপুর পর্যন্ত এ বিষয়ে আমাদের থানায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ ফেলে অবশ্যই আমরা আইন অনুব্যবস্থা নিব গতকাল রাতে আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি।
