দূর্গাপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের ৪ দফা লিফলেট বিতরণ করলেন মাহামুদা হাবিবা

- আপডেট সময় ১১:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি : মো: মোমিন জাদরান,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৪ দফা কর্মসূচির পক্ষে জনসচেতনতা ও জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ( দূর্গাপুর – পুঠিয়া) রাজশাহী ৫ আসনের মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেত্রী যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা।
সোমবার (১৩ আক্টবোর) সকাল ১১ টায় দূর্গাপুর -পৌরসভা সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, বলা হয়েছে জনগণের ভোটে সরকার গঠনে বিএনপি’র পরিকল্পনা নারীর ক্ষমতায়ন প্রায় প্রান্তিক ৪ কোটি টাকা পরিবারের মধ্যে ৫০ লক্ষ্য দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য ফ্যামিলির কার্ড চালু করা হবে। এই কার্ড মূলত পরিবারের নারী প্রধানের নাম করা হবে। তাদের প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে নারী অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে এবং পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।
(২)নারীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বিচারিক প্রক্রিয়া ধর্ষণ নিপীড়নদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা।
(৩) নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে ডেডিকেটেড সাপোর্ট সেল প্রতিষ্ঠা করা হবে। যেখানে যে কোন লাঞ্ছিত নারীর জন্য প্রয়োজন মোতাবেক নারী ডাক্তার আইনজীবী মানবাধিকার কর্মী সর্বাঙ্গীণ সহযোগিতা নিশ্চিত করবে।
(৪) নারীদের স্বনির্ভরতা বাড়াতে ক্ষুদ্র কুঠিরও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে
স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হবে ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ডেভেলপমেন্ট মার্কেটিং সাপোর্ট প্রদান করা হবে।
সাধারণ জনগণের উদ্দেশ্যে , তিনি আরো বলেন ৪ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র্র মেরামতে ৪ দফার প্রচারে কাজ করছি। গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকলশ্রেণীর জনতা ৪ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি যে ৪ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার ও প্রকৃৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে জনগণকে দুর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে। লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
