দেশে আসছে শাফিন আহমেদের মরদেহ
- আপডেট সময় ০৭:৪০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ২৪১ বার পড়া হয়েছে
মৃত্যুর চার দিন পর আজ দেশে আসছে শাফিন আহমেদের মরদেহ। আজ (সোমবার) বিকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসছে জনপ্রিয় এই ব্যান্ড তারকার মরদেহ।
গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শাফিনের বড় ভাই আরেক সংগীতশিল্পী হামিন আহমেদ।
তিনি জানান, ‘শাফিনের মরদেহ আনতে আমারও যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। কিন্তু নানা সমস্যায় যাওয়া হয়নি। ওর স্ত্রী সঙ্গীতা গেছে। আজ সোমবার ঢাকায় পৌঁছাবে শাফিনের মরদেহ।’
হামিন আরও জানান, শাফিনের মরদেহ বহনকারী উড়োজাহাজ আজ বিকাল সাড়ে পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। মঙ্গলবার দুপুরে গুলশান আজাদ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই শিল্পীকে।
গত ৯ জুলাই একটি কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বহু কালজয়ী গানের গায়ক শাফিন আহমেদ। গত ২০ জুলাই ছিল সেই কনসার্ট। কিন্তু তার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়।