দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

- আপডেট সময় ০৭:০০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ৬৪২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: বিএনপি-জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র,সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপি কর্মসুচির অংশ হিসেবে শনিবার (৮ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গনে জমায়েত হয় জেলা আওয়ামী লীগ নেতাকর্মিরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে এম সাইফুর রহমান রোডে গিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে ।
এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মো: আজমল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, তারেক রহমান বিদেশে বসে দেশের শান্ত পরিবেশ নষ্ট করতে চায় আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে তা মোকাবিলা করা হবে।
