ব্রেকিং নিউজ
দৈনিক আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজা আটক হননি
নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:২১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১৮২ বার পড়া হয়েছে
দৈনিক আমার সংবাদের প্রকাশক ও সম্পাদক হাশেম রেজা আটক হননি বরং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর পরামর্শে মতিঝিল থানায় গিয়েছিলেন তিনি। থানা থেকে সম্পূর্ণ নিরাপদে নিজ বাসায়ও পৌঁছেছেন হাশেম রেজা।
ঢাকায় তার নিজ বাসা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তিনি তার অবস্থান এবং ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনা নিয়ে বিস্তারিত ব্যাখাও দিয়েছেন। যদিও লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় গণমাধ্যমে অজ্ঞাত স্থান থেকে লাইভে আসছেন হাশেম রেজা– এমনটা উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন।
শুধু তাই নয়, হাশেম রেজা আটক হয়েছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু কিছু গণমাধ্যমেও প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। হাশেম রেজা নিরাপদেই আছেন এবং দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন তিনি।
ট্যাগস :