ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মান–অভিমান ভুলে ঐক্যের বার্তা মৌলভীবাজার জেলা বিএনপির বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের সহযোগিতায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের নিয়ে পরামর্শ সভা কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রে/ফ/তা/ র মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খেলাফত মজলিস মনোনীত ও সম্ভাব্য ৮ দলীয় জোটের প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজারে ডেভিল হান্ট ফেইজ- ২ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ ৭ নেতা গ্রে ফ তা র এমবিই হাউস অব লর্ডসে বিশেষ সম্মাননায় ভূষি হলেন বাংলাদেশি ড. ওয়ালী তসর উদ্দিন মৌলভীবাজারে আইডিয়া’র আলো-আলো প্রকল্পের জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা শ্রীমঙ্গলে আ.লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রে/ফ/তা/র মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউটসহ পায়ে হেঁটে ১৫০ কি. মি. পথ পরিভ্রমণে – ৩ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন

ধলাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
  • / ৬৩২ বার পড়া হয়েছে

ধলাই নদীতে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তার নাম নুর উদ্দীন (২৬)।
সে পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ঢালারপাড় গ্রামের আবু তাহেরের ছেলে। তার শরীরে প্রায় ১৬টি চাকুর ঘা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ইসলামগঞ্জ (বুধবারী) বাজারের দক্ষিণে ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকাল ৯টায় ধলাই নদীর পাড় ঘেঁষা একটি নৌকার নিচে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা আরো জানান সে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতো। এলাকায় সে পুলিশের সোর্স হিসেবে পরিচিত।
নিহতের পিতা আবু তাহের জানান, নুর উদ্দিন বিভিন্ন সময় মাদক কারবারি ও অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করত। বুধবার রাত ১২টায় তার মোবাইলে একটি ফোন আসে। এ সময় সে ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে লোকজনের চিল্লাচিল্লি শুনে ধলাই নদীর পাড়ে গিয়ে নুর উদ্দিনের লাশ দেখতে পাই।

ঘটনাস্থল পরিদর্শন করা কোম্পানীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার জানান, ধলাই নদী থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ১৬টি চাকুর আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সে পুলিশকে বিভিন্ন সময় তথ্য দিয়ে সহযোগিতা করত। এ বিষয়টিসহ আরো অন্যান্য বিষয় মাথায় রেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধলাই নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

ধলাই নদীতে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। তার নাম নুর উদ্দীন (২৬)।
সে পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ঢালারপাড় গ্রামের আবু তাহেরের ছেলে। তার শরীরে প্রায় ১৬টি চাকুর ঘা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ইসলামগঞ্জ (বুধবারী) বাজারের দক্ষিণে ধলাই নদীর কালা পাথর বাঁধ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সকাল ৯টায় ধলাই নদীর পাড় ঘেঁষা একটি নৌকার নিচে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা আরো জানান সে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতো। এলাকায় সে পুলিশের সোর্স হিসেবে পরিচিত।
নিহতের পিতা আবু তাহের জানান, নুর উদ্দিন বিভিন্ন সময় মাদক কারবারি ও অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করত। বুধবার রাত ১২টায় তার মোবাইলে একটি ফোন আসে। এ সময় সে ঘর থেকে বের হয়ে যায়। পরে সকালে লোকজনের চিল্লাচিল্লি শুনে ধলাই নদীর পাড়ে গিয়ে নুর উদ্দিনের লাশ দেখতে পাই।

ঘটনাস্থল পরিদর্শন করা কোম্পানীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সুরঞ্জিত তালুকদার জানান, ধলাই নদী থেকে ভাসমান একটি লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ১৬টি চাকুর আঘাত রয়েছে। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সে পুলিশকে বিভিন্ন সময় তথ্য দিয়ে সহযোগিতা করত। এ বিষয়টিসহ আরো অন্যান্য বিষয় মাথায় রেখে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ কাজ করছে।