নতুন কোন কর আরোপ ছাড়াই মৌলভীবাজার পৌরসভার ২০২৪- ২৫ অর্থবছরের বাজেট ঘোষণা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৫:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ৩২২ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের কোনো নতুন কর আরোপ ছাড়াই ১শ ৫০ কোটি ৮৫ লক্ষ ৭৩ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পৌরসভা হল রুমে বাজেট ঘোষনা করে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
পৌরসভার রাজস্ব আয় ১৬কোটি ৪ লক্ষ ৭৮ হাজার ৪শ ৪২ টাকা । রাজস্ব ব্যয় ১৫ কোটি ৩২ লক্ষ ২৫ হাজার ৩শ৫১ টাকা । উন্নয়ন খাতে আয় ১শ ৩৩ কোটি ৫০ লক্ষ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে ব্যয় ১শ ৩৩ কোটি ৪৯ লক্ষ ৭১ হাজার টাকা। মুলধনী খাতে আয় ১কোটি ৪০ লক্ষ ৪৫ হাজার ৪ শ ৮২ টাকা মুলধনী খাতে ব্যয় ১ কোটি ১৩ লক্ষ ৬ হাজার ৮শ ৩৩ টাকা।
পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান,পৌর কাউন্সিলর আনিছুজ্জাম্মান বায়েছ,প্রেসক্লাবের সহ- সভাপতি নুরুল ইসলাস শেফুল,সাধারণ সম্পাদক পান্না দত্ত,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী,সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহিন,সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ প্রমুখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিনক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে শহিদ ছাত্রদের স্মৃতির প্রতি নিরাবতা পালন করা হয়।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)