নবদিগন্ত সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে এস এসসি শিক্ষার্থীদের সংবর্ধনা
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৪:৪০:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
নবদিগন্ত সমাজ কল্যাণ সংঘ এর উদ্যোগে ও সোনার বাংলা প্রবাসী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায়,
এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধিত করা হয়।
১০ই ডিসেম্বর (শনিবার) গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়মে হাফিজ জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে, ক্লাবের সেক্রেটারি সাংবাদিক রিপন আহমেদ ও সাম্মু চৌধুরীর যৌথ পরিচালনায়। ১নং ও ২নং মনুমুখ ইউনিয়নের এস এসসি পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হওয়া A+ প্রাপ্ত ৩৮জন শিক্ষার্থীদের কে সংবর্ধিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সাবরিনা রহমান বাদন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু মিয়া চৌধুরী।
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম।
৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব, আব্দুল্লাহ আল – আমিন।
এ এস আই মোসাহিদ কামাল শেরপুর পুলিশ ফাঁড়ি। গোরারাই বাজার সেক্রেটারি জনাব খালিছুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনার বাংলা আদর্শ ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি কয়েস মিয়া।
স্টুডেন্ট কেয়ার কেজি স্কুলে প্রধান শিক্ষক জনাব আশরাফ আলী। নব দিগন্ত নবদিগন্ত সমাজকল্যাণ সংঘ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)