নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের অংশগ্রহণে সমন্বয় সভা

- আপডেট সময় ০৭:১৭:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
- / ৩৪০ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টঃ রূপান্তর এর বাস্তবায়নে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের অংশগ্রহণে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) শহরের গার্ল গাইডস্ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধুরী মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্টের উপপরিচালক কাজী জানে আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব,রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানাজার মোঃ মেহেদি হাসান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, চা জনগোষ্ঠীর আদিবাসী ফ্রন্ট শ্রীমঙ্গল এর সভাপতি পরিমল সিং বাড়াইক, জীবন চক্র থিয়েটারের আনোয়ার হোসেন দুলাল, যুব ফোরামের সদর উপজেলার আহবায়ক দিপলু পাল, কমলগঞ্জ উপজেলার যুব ফোরামের আহবায়ক মিঠুন ওড়াং প্রমুখ।
অনুষ্ঠানে রূপান্তর এর আস্থা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন রুপান্তরের ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক।
এছাড়াও মৌলভীবাজার জেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে ও রূপান্তর এর বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেষ পর্যায়ে সুদর্শন রবিদাস সাঁওতাল ভাষায় গান পরিবেশন করেন।
