নানা আয়োজনে মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালিত
![](https://newssitedesign.com/newspaperpro/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় ০৫:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ৬৫৮ বার পড়া হয়েছে
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2023/11/Rahat-rakib-tea.jpg)
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
শনিবার ১৬ ডিসেম্বর ভোর মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারী-বেসরকারী বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
স্মৃতিসৌধ বেদীতলে ও গণকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মহিলা সংমদ মদম্য সৈয়দা জহুরা আলা উদ্দিন, জেলা প্রশাসক মো:মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,সদর ্হউপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেনসহমুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আওয়ামীলীগ, বিএনপি, মৌলভীবাজার পৌরসভা, মৌলভীবাজার প্রেসক্লাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা), সিভিল সার্জন, চেম্বার অব কমার্স, মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটি, মৌলভীবাজার সরকারী কলেজ, সরকারি মহিলা কলেজ, জেলা আইনজীবী সমিতি, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জেলা ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ব্যাংক অফিসার্স ক্লাব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সততা সংঘ, জাপা, সিপিবি, বাসদ, জাসদ, বিএমএ, পাবলিক লাইব্রেরী, জেলা শিল্পকলা একাডেমী, হামদর্দ, বাংলাদেশ মহিলা পরিষদ, মৌলভীবাজার ডিবেটিং ক্লাব, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষর্থীরা।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন।
![](https://moulvibazar24.com/wp-content/uploads/2022/12/Untitled-6-×-4-in.gif)