নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতার ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত

- আপডেট সময় ১২:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ জাতীয় অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইব্রাহিম সাহেবের ৩৬ তম মৃত্যুবার্ষিকী (সেবাদিবস) উপলক্ষে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে সমিতির কার্যালয়ে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও সেবা প্রদানসহ রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় ফ্রি সেবা প্রদানের মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
৬ সেপ্টেম্বর (শনিবার) সমিতিতর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে ৫ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিক হয়েছে।
দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন,দেলোয়ার হোসেন বাচ্চু
ইঞ্জিনিয়ার মনসুরুজ্জামান,নিয়াজ রহমান শরীফসহ সমিতির কর্মকর্তা-কর্মচারীগন,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আগত রোগীরা।
দোয়া পরিচালনা করেন পৌরসভা জামে মসজিদের ইমাম মোঃ কুতুব উদ্দিন।
