নিজেরাই ব্যানার–ফেস্টুন সরিয়ে দৃষ্টান্ত গড়ল মৌলভীবাজার পৌর বিএনপি

- আপডেট সময় ০৮:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো দলীয় নেতৃবৃন্দ ও আগত কেন্দ্রীয়-জেলা অতিথিদের ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছে নবনির্বাচিত পৌর বিএনপি নেতৃত্ব।
শনিবার সকাল থেকে নবনির্বাচিত সভাপতি মো. অলিউর রহমানের নেতৃত্বে লেইক রোড, শাহ মোস্তফা রোড ও শ্রীমঙ্গল রোডসহ শহরের বেশ কয়েকটি পয়েন্টে ব্যানার–ফেস্টুন সরানো হয়। অভিযানে অংশ নেন—পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই উদ্যোগের বিষয়ে পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান বলেন,
“আমরা বিশ্বাস করি একটি শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক সংগঠন গড়ে তুলতে হলে নিজেদের মাধ্যমেই ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। তাই সম্মেলন উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে যে ব্যানার–ফেস্টুন লাগানো হয়েছিল, সেগুলো আমরা নিজেরাই সরাচ্ছি। রাজনীতি কেবল প্রচারণা নয়, এর সঙ্গে দায়িত্ববোধও জড়িয়ে আছে। আমরা চাই শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে। পর্যায়ক্রমে বাকি স্থানগুলোর ব্যানার–ফেস্টুনও অপসারণ করা হবে।”
উল্লেখ্য, দীর্ঘদিন পর গত ২০ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে ‘মৌলভীবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫’ অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটে সভাপতি নির্বাচিত হন মো. অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। সম্মেলন ও কাউন্সিলে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির নবনির্বাচিত নেতৃত্বের ভাষায়—
“ব্যানার নয়, আমাদের শক্তি হবে জনগণের আস্থা।
