পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে ২ শত অসহায় দুস্থ পরিবারের মধ্যে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ

- আপডেট সময় ১০:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুমিনের পক্ষ থেকে পবিত্র মাহে রমাদ্বান উপলক্ষে ২ শত অসহায় দুস্থ পরিবারের মধ্যে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ।
বুধবার ১২ই মার্চ বিকেলে শহরের কাশীনাথ রোডে আব্দুল মুমিন এর বাস ভবনে এই ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সাইফুল ইসলাম সোহেল পরিচালনায় ও ৭নং চাঁদনীঘাট ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোশারফ হোসেন বাদশা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ভিপি মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আজাদুর রহমান।
সাবেক কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সফল সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী। মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মুহিতুর রহমান হেলাল। সাবেক ছাত্রনেতা, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম মোঃ সালাউদ্দিন। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ প্রমূখ।
সকলের উপস্থিতি ২ শত অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ২ লক্ষ্য ৫০ হাজার টাকার ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়।
