ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পবিত্র রমজানকে সামনে রেখে জেলা বিশেষ টাস্কফোর্সের বাজার তদারকি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৫১ বার পড়া হয়েছে

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ চেইন সঠিক রাখতে কাজ করছে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি)  বিশেষ টাস্কফোর্স কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বুলবুল আহমেদ এর নেতৃত্বে সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান,খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, শাক-সবজি, মাছের বাজার, চাউলের বাজার ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উক্ত অভিযানে জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা,  কৃষি বিপণন কর্মকর্তা মারুফ উদ্দিন চৌধুরী,  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহীনুল হক, ক্যাব, মৌলভীবাজার এর সভাপতি প্রফেসর সৈয়দ মো: মহসীনস.সদস্য সৈয়দ তফাজল হোসেনসহ শিক্ষার্থী প্রতিনিধি ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।

 

উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামসহ মিনিকেট ঘোষণা দিয়ে অন্য চাউল বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত আল মদিনা ফুডসকে ৪ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স ফাতেমা স্টোরকে ৩ হাজার টাকা, সুমন সবজি কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

 

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও সঠিকভাবে ও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রি বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

 

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পবিত্র রমজানকে সামনে রেখে জেলা বিশেষ টাস্কফোর্সের বাজার তদারকি

আপডেট সময় ০৫:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সরবরাহ চেইন সঠিক রাখতে কাজ করছে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি)  বিশেষ টাস্কফোর্স কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বুলবুল আহমেদ এর নেতৃত্বে সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রতিষ্ঠান,খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, শাক-সবজি, মাছের বাজার, চাউলের বাজার ও ডিমের আড়ৎসহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

 

উক্ত অভিযানে জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা,  কৃষি বিপণন কর্মকর্তা মারুফ উদ্দিন চৌধুরী,  উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: শাহীনুল হক, ক্যাব, মৌলভীবাজার এর সভাপতি প্রফেসর সৈয়দ মো: মহসীনস.সদস্য সৈয়দ তফাজল হোসেনসহ শিক্ষার্থী প্রতিনিধি ও সদর মডেল থানার পুলিশ ফোর্স।

 

উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য বিক্রয় না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, অতিরিক্ত দামসহ মিনিকেট ঘোষণা দিয়ে অন্য চাউল বিক্রয় করা, পাকা ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স হায়দার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, কুদরত উল্ল্যা রোডে অবস্থিত আল মদিনা ফুডসকে ৪ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত মেসার্স ফাতেমা স্টোরকে ৩ হাজার টাকা, সুমন সবজি কর্ণারকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

 

আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়াও সঠিকভাবে ও ন্যায্য দামে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য সামগ্রি বিক্রয় করাসহ কোন পণ্য অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।