ব্রেকিং নিউজ  
                            
                            পর্তুগালে দেয়ালচাপায় মৌলভীবাজারের শাহিনসহ নিহত-দুই
 
																
								
							
                                
                              							  নিজস্ব সংবাদ :									
								
                                
                                - আপডেট সময় ০৯:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১১৬৩ বার পড়া হয়েছে

প্রবাস ডেস্ক: পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে নিজ কর্মস্থলে দুজন বাংলাদেশি শ্রমিক দেওয়াল ভেঙে চাপা পড়ে মারা গেছেন। সোমবার বিকালে কনস্ট্রাকশনের কার করার সময় মারা যান তারা।
নিহতরা হলেন শাহিন আহমদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)।
শাহিন আহমদ মৌলভীবাজার সদর উপজেলার মোকাবাজার এলাকার নিতেশ্বর গ্রামের মৃত আরশদ মোল্লার ছেলে। সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।
শামীম এবং সুহেদের মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।
 
                            
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			


















