পাঠক নন্দিত লেখক আসাদ মিলন এর স্বরচিত কবিতা ” আমার বিজয় দিবস, আমার ভাবনা “
- আপডেট সময় ০১:০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / ১ বার পড়া হয়েছে

আমার মেয়েই আমার বিজয় দিবস,
আমার উত্তরসূরী বাংলার সবুজ প্রান্তরে ছুটবে দিগন্ত ভেদ করে,
অবারিত উচ্ছ্বাস মুক্ত নি:শ্বাসে পূর্বসূরির রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলায়,
লাল সবুজের দীপ্ত পতাকা হাতে গাইবে গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।
আমার ছেলেই আমার স্বাধীনতা,
রক্ত দিয়ে কেনা গৌরবগাঁথা ইতিহাস হৃদয়ে ধারণকরে,
নাম না জানা লাখো বীর শহীদের আত্মত্যাগে পাওয়া সোনার বাংলায়,
সে স্বপ্ন বুনে ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়।
স্বাধীনতা তুমি আমার উত্তরসূরীর নিরাপদ আবাসভূমি,
ভোটের-ভাতের অধিকার বেচে থাকার মর্যাদাপূর্ণ রাষ্ট্র কতৃক অঙ্গীকার,
ধানের খেতে মিশে থাকা কৃষকের স্বপ্ন নদীতে মাঝির গলা ছেড়ে গান গাওয়ার আনন্দ,
বিজয় দিবস তুমি ১৮ কোটি বাঙালির চোখেমুখে দীপ্ত নতুন জীবন গড়ার স্বপ্ন।
লেখক :: সার্কেল এ্যাডজুটেন্ট, নাটোর র্যাব ক্যাম্প ও ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী।




















