ব্রেকিং নিউজ
পাম্প নষ্ট মৌলভীবাজারে ৩ মাস ধরে পানি পাচ্ছেন না শিল্প কারখানার মালিকরা

নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৮:১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজার বিসিক শিল্প নগরী’র কেন্দ্রীয় পাম্প নষ্ট হওয়ায় ৩ মাস ধরে পানি পাচ্ছেন না শিল্প কারখানার মালিকরা। যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। লোকসান ঘুনতে হচ্ছে কারখানা মালিকদের।
বুধবার (১৩ আগষ্ট) দুপুরে বিসিক শিল্প নগরীর মালিকপক্ষগণ দীর্ঘ দিন যাবত নানাবিধ সমস্যায় জর্জরিত। এ সকল সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শিল্প মালিকগণ মানববন্ধন এর আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির যুগ্ম আহবায়ক হিরাজ আলী শাহ,সাদেকুর রহমান, শামিম আহমদ, নাজিম উদ্দিনসহ প্রমুখ।
এছাড়াও ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যা, ভঙ্গুর রাস্তা, ক্ষুদ্র শিল্পের উপর বিভিন্ন সংস্থার অহেতুক হয়রানি, নিরাপত্তা সমস্যা সহ সার্বিক সমাধানের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পানল করেছে মৌলভীবাজার বিসিক শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি।

এসময় বক্তারা বলেন, ৩ মাস ধরে শিল্প নগরী’র কেন্দ্রীয় পানির পাম্প নষ্ট রয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোন উদ্যোগ না নিয়ে নিজেদের জন্য টিউবওয়েল স্থাপন করছে। অথচ আমরা পানিহীন অবস্থায় রয়েছি। বক্তারা সংকট সমাধানের জন্য ৬ দফা দাবি তুলে ধরেন।
সমস্যাসমূহগুলোহচ্ছে- ১/পানি সমস্যা: বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় পাম্পের মাধ্যমে সকল ফ্যাক্টরীর পানি সাপ্লাই করা হয়ে থাকে। কিন্তু বিগত দুই মাস যাবৎ এ পাম্পটি নষ্ট হয়ে আছে। এটিই উক্ত শিল্প নগরীর একমাত্র পানির উৎস হওয়ায় উৎপাদন কার্যক্রমতো দূরের কথা আমাদের কর্মচারীদের নিত্য ব্যবহার্য পানিও পাচ্ছি না। সকল ফ্যাক্টরী বন্ধ হওয়ার পরও বিসিক অফিস ধীর চলো নীতিতে এগুচ্ছে। অধিকন্তু তারা আমাদের পানির সমস্যার সমাধান না করে নিজেদের অফিসের পানির সংস্থান করতে আলাদা টিউবওয়েল বসাচ্ছেন। অথচ উক্ত পানি সাপ্লাইয়ের জন্য বিসিক বাধ্যতামুলকভাবে সকল ফ্যাক্টরী হতে মাসিক বিল আদায় করে থাকে। ২./ ড্রেনেজ ও পানি নিষ্কাষণ সমস্যা: বিসিক কর্তৃক অপরিকল্পিতভাবে ড্রেনের নির্গমন লাইন দেয়া হয়েছে ব্যক্তি মালিকানাধীন জমির দিকে। ফলে এলাকাবাসী প্রায়ই এ লাইন বন্ধ করে রাখে। পানি নিষ্কাষণ ব্যবস্থা না থাকায় এ পানি উপচে রাস্তায় আসে, দূর্গন্ধ ছড়ায়। বিসিকের পশ্চিম পার্শ্বস্থ ছড়ার সাথে এ ড্রেনকে সংযুক্ত করতে মাত্র এক বিঘা পরিমান জায়গা অধিগ্রহণ করে উক্ত সমস্যা সমাধানে কয়েকবার বিসিক চেয়ারম্যান, জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে কিন্তু কোন সুফল পাওয়া যায়নি। সম্প্রতি বিসিকের প্রায় ৬০০০ ফিট নষ্ট ড্রেন এর বিপরীতে মাত্র ৩০০০ ফুট ড্রেন উন্নয়নের বাজেট আসলেও টিকাদারের নিম্নমানের ম্যাটারিয়েল ব্যবহার, ধীর গতিতে কাজ করা, পুরাতন ইট ব্যবহারে পুরো ড্রেনেজ ব্যবস্থা হুমকির মুখে। বাকী ৩০০০ ফুট ড্রেন একেবারে নিষ্কাষণ অনুপযোগী হয়ে আছে । ৩/ ভঙ্গুর রাস্তা: বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি বিসিকের অভ্যন্তরীন রাস্তা মেরামত করা হয়নি। ফলে রাস্তাগুলো গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিসিক শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি লি: বিসিক শিল্প নগরী, মৌলভীবাজার। ৪/ বিভিন্ন অফিস কর্তৃক হয়রানি: বিসিকে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখতে সরকার বিভিন্ন প্রনোদনা প্রদান করলেও মৌলভীবাজার শিল্প নগরী চলছে ঠিক উল্টো রথে। জেলায় তেমন কোন শিল্প কারখানা না থাকায় এ বিসিক-ই যেন সকল লাইসেন্সিং সংস্থার একমাত্র উপার্জনের জায়গা। ইউনিয়ন পরিষদ কর্তৃক অযৌক্তিক ট্রেড লাইসেন্স ফি (নবায়ন ফি ৬০০০-৫০,০০০), পরিবেশ অধিদপ্তর কর্তৃক অযৌক্তিক রেড ক্যাটাগরীভুক্তকরণ, এনফোর্সমেন্ট, ৫/১০ জন শ্রমিকের কারখানাকেও কল কারখানা অধিদপ্তর হতে চিঠি, ভ্যাট-ট্যাক্স অফিসের অভিযান লেগেই আছে। এগুলোর কারনে শিল্প মালিকগণ দিশেহারা। অথচ বিসিকের বাহিরে অনুরূপ প্রতিষ্ঠানে এসবের কোন ঝামেলাই নেই। ফলে শিল্প নগরী হতে অনেক উদ্যোক্তাই শিল্প গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। ৫/ নিরাপত্তা সমস্যা: বিসিক এর দুটি রাস্তায় গেট ও গেট ম্যান না থাকা, রাতে কোন স্ট্রিট লাইট না থাকায় সন্ত্রাসী, মাদকসেবীদের রাত্রিকালীন অবাধ বিচরণ, বিসিকের ছোট খাট ইস্যুতেও সন্ত্রাসী জড়িত হয়ে মহড়া প্রদান, বিভিন্ন রকম চোরের উপদ্রব বেড়েই চলছে।

ট্যাগস :