ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম (ইউকে) থেকে শেখ মো. আতিকুর রহমানকে অব্যাহতি প্রদান দুর্ঘটনা থেকে রক্ষা পেল মৌলভীবাজার সদর হাসপাতাল মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির প্রধান লক্ষ্য” ঝিনাইদহে -শিমুল মৌলভীবাজার ক্লিনিকের সেবাদান কার্যক্রম জোরদারকরণ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জুড়ীতে প্রবাসীদের অর্থায়নে গেইট স্থাপন চাঁদা নিতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৫ শেখ মোঃ আতিকুর রহমানকে মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি আমাদের লড়াই ছিলো ফ‍্যাসিস্ট রাষ্ট্র ফ‍্যাসিস্ট বাহিনীর বিরোধী মৌলভীবাজারে আহ্বায়ক নাহিদ ইসলাম দুই নম্বরি,বাটপারি করার চিন্তা থাকলে আগেই দল থেকে বের হয়ে যান,ধরা পড়লে কিন্তু খবর আছে- এম নাসের রহমান মৌলভীবাজারে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্তদের ছা*ত্রশিবিরের সংবর্ধনা

পুলিশের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সম্মাননা

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / ২৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স এর ড্রিল শেডে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশের বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে তাদের বিভিন্ন অপারেশন এবং যুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তাঁরা এই অনুষ্ঠান আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে আপনারা দেশের জন্য নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়েছিলেন। আপনাদের বীরত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি।

তিনি আরও বলেন, রাজারবাগ থেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধও গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ। পুলিশ সদস্য হিসেবে এটা আমাদের সবার জন্যই গর্বের বিষয়।

উক্ত  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পুলিশের বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের সম্মাননা

আপডেট সময় ০৫:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজার২৪ ডেস্কঃ মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।

সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স এর ড্রিল শেডে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শামসুল হক।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে ফুল এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা।

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই অনুষ্ঠানে পুলিশের বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধে তাদের বিভিন্ন অপারেশন এবং যুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তাঁরা এই অনুষ্ঠান আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে আপনারা দেশের জন্য নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে নিয়েছিলেন। আপনাদের বীরত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি।

তিনি আরও বলেন, রাজারবাগ থেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধও গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ। পুলিশ সদস্য হিসেবে এটা আমাদের সবার জন্যই গর্বের বিষয়।

উক্ত  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ আজমল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।